দায়মুক্তির সময় এসেছে ঘনিয়ে,
ভাব-আবেগ যদি না-ই থাকে অবশেষে;
সারমেয়- সে বাসি জলস্রোত ছাড়ে-
ভোরঘুমে থাকা ফিকে পুরাতন ঘাসে।
রিকশা-টানা-শ্রমিক হাঁপায় ঘেমে-
হুড খুলে আজ হাত ছেড়ে দাও থেমে;
বইছে শীতে হিমেল হাওয়া এখন
-চাদরে মুড়াও, আসবে গায়ে তা নেমে।
যায় না দেখা তোমার মুখ আর সেথা-
বুড়িগাঙের ঢেউ হয়েছে কালো;
নাও ছেড়ে মাঝি কাজ পেয়েছে খালাসে;
মাস্তুল পঁচে ফসিল বনে গেলো।
কাশ্মিরি চাল- বিরানির দাম বেড়ে
বনে ফাস্টফুডে, মালিক গিয়েছে গ্রামে;
বাসায় ইয়াম্মি ঢাউস কেকটি নিও,
বিদেশ-ফেরত তেতো-দামি কফি-দমে।
ওয়ালেটদেহ কিছুটা গিয়েছে বেড়ে
মেট্রোরেলে দেখে নিও দিয়াবাড়ি,
কাশবনগুলো জ্বলবে আগুনে জেনো
ভবন-দালান জাগছে মস্ত ভারি।
প্রহরীরা রাতে বলেছে খেলার মাঠে,
দশটা বাজে, ভিতরে বসতে মানা।
মেসের সবাই কাজ পেয়ে গেছে চলে;
ছাদবাগানে বৃদ্ধ মালিকখানা।
রান্নাঘরে হাত পুড়ো না আর,
পেছন থেকে জাপটে ধরবে কে?
রবীন্দ্রগান দাও তবে দূরে ঠেলে
বিলিতি-গানের সোশ্যাল-মিডিয়া-ঝড়ে।
গার্ড বলেছে- লেকপাড় ছেড়ে যেতে
দমকা হাওয়া, ধুলোঝড় বাঁধে চোখে
বইমেলা শেষ, নাটক ফুরায় মঞ্চে-
অনলাইনের খাবার-দোকানে রেখে।
ফুলের হাসিটি ডুবেছে ফরমালিনে
বুকেট গোড়ো চন্দ্রমল্লিকা-তে,
ছিল অধিকার দেহের যে তল্লাটে-
এনো দূরত্ব মনের পর্দা টেনে।
পাল্লা দিয়ে রাতের তারার সঙ্গী-
জাগতে হবে না শরীর খারাপ করে;
অসুস্থতায় দিও না আর ঠাঁই,
প্রেম- অভিনয়, প্রতারণা অঙ্গাঅঙ্গী।
সময় ফুরালো, দায় নিয়েছি মেনে,
মিটে যাক এবার শাশ্বত অবহেলা;
সিঁদুর মুছে ঘোমটাটি আনো টেনে
বন্ধ করে মিথ্যা-মিথ্যা খেলা।
_________রাতুল সিদ্দিকী
_____________সাভার, ঢাকা।
০১/১২/২০২১; বিকাল ৫ঃ২৪টা


সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২২ বিকাল ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



