কতকাল পেরিয়েছে- করি হাহাকার!
কত খ'ব ধুলে মিশে- তবু অবিকার।
কত রাত জেগে কাটে ঘুম আসে নাকো;
মন- তবু কার আশে চোখে মেলে থাকো?
কত পাখি গায় গান পুরনো সে সুরে-
কত প্রেম জাগে তবু তুমি-আমি দূরে।
ভোরে খালি পায়ে দলি দূর্বা-কুসুম
স্ফটিকের মত যেথা শিশিরের ঘুম!
সেইখানে প্রেম ছিল- তাও গেছে চলি
মুঠোফোন দেখি আর একা কথা বলি।
তুমি-আমি দুই মেরু দুই পথে চলা;
তবু ভালো থেমে গেছে- সব ছলা-কলা।
একলারে সাথ করে এই বেঁচে থাকা,
স্মৃতি তব থাক্ তবু হৃদি-মাঝে আঁকা।
____
______রাতুল সিদ্দিকী
_________সাভার, ঢাকা
___________২৫/০৬/২০২১
_____________দুপুর ১২ঃ৪২


সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২২ বিকাল ৪:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



