তারপর চলে গেছে কত কত কাল,
কত চোখ বয়ে গেছে কত নদী-খাল
অনন্তধারায় তুমি-আমি হয়ে শেষে
কে জানে কতকালে সাগরে মেশে?
কত পাখি গেয়ে গান হারিয়েছে নীড়,
কত সুর হয়ে ম্লান অর্কেস্ট্রা-চিড়।
কত তারা খসে গেছে মহাকাশ পথে
কত ভীড় মিশে গেছে বে-সহিস রথে।
কত ফুল চুল-খসে ঠাঁই নিল পায়ে
চটির তলায় ঘষে জর্জর ঘাঁয়ে।
কত পদ, কত মত- খাবার টেবিলে
সব ভুলে ওয়েটার মন দেয় বিলে।
কত খেলা থেমে যায় পায়ে পায়ে হেঁটে
রিকশার কোলে চড়ে সবুজের বেশে।
কত চোখ ফিকে হয় বইমেলা জুড়ে
এম্ফির বেঞ্চ ঘেঁষে নাটকের ভীড়ে।
চা-কাপ বৈঠকে পতাকা-দূরত্বে
কত রণ থেমে গেছে পথের ধুলোতে।
কত রাত হাহাকারে আর কভু জমেনি!
তুমি-আমি চলছি- ট্রাম্প আর খমেনি।
ঘড়ির কাঁটায় কত জোর আছে ঠিক
গুনে চলি অনুক্ষণ তারই টিকটিক!
____রাতুল সিদ্দিকী
_______পরবাস, ঢাকা।
__________২৭/১০/২০২০
_______________রাত ০৪ঃ২৬ টা




সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২২ বিকাল ৫:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



