একসময় তোমাকে ভালোবাসতাম,
একসময় দুজনেই ভালোবাসতাম!
ভোরের শিশিরস্নাত ঘাস পায়ে দলে,-
হেঁটে যেতে যেতে সে গভীর কাছে আসা
মিইয়েছে কালো বুড়িগঙ্গার জলে,
আজো নিশ্চিত জানে নৌকার মাঝি।
আমি ছাড়া আর সব ভুলেছে কি ছলে!
কাশ্মিরি লাঞ্চ, আর দুই জোড়া চোখ
সখাহারা যেখানেও যেত কদাচিৎ,
বিস্বাদ তেহারীও হাতের ছোঁয়ায়
সপানীয় হয়ে যেত সুস্বাদু হঠাৎ।
কালোজিরা-চা কাপে এঁটে বিকেল-চুমুক
মুখোমুখি বসবার হত ফুসরৎ,
দুর্বল ওয়ালেট কিংবা সখের বশে,
কফিমগ, লবঙ্গ, যেন নাকফুল-
মাসশেষে আগুনে চিকেনফ্রাই কষে
টপ টপ ঝরে পড়া, প্রেমের সে ভুল!
গান-গল্পেরা সব মিলে একাকার
সাঝবেলায় এলোহাওয়া রাজপথ ধারে।
"অতীতের কথাগুলি" আছে বলবার?
তল্লাটে তল্লাটে ছিল যে অধিকার
আছে কি ঈষৎ আজো অবশেষ আর!
তারাদের জেগে থাকা রাতের আকাশে
নেশার চুমুক আনো হতাশার গ্লাসে;
ইথারে কি কখনো স্মরবে আবার?
গাইবে কি নবরাগে পুরনো সে গান?
কেননা- একদিন, দুজনেই- ভালোবাসতাম।
-রাতুল সিদ্দিকী
২৭.০৫.২০
রাত ০১ঃ১৬টা
মিরপুর, ঢাকা।


সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২২ বিকাল ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



