চবিতে এক ছাত্রের হাত কেটে নিয়েছে ছাত্রলীগ কর্মীরা
চবি, ৩০ এপ্রিল (শীর্ষ নিউজ ডটকম): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকালের গোলযোগের জের ধরে আবার ছাত্রলীগের দু'গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রলীগ কর্মীরা তাদের প্রতিপক্ষ গ্রুপের কর্মী সৌমেন নামে এক ছাত্রের হাত কেটে ফেলে।
আজ শনিবার দুপুরে গতকালের ঘটনার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ছাত্রলীগের বিবাদমান দু'গ্রুপ ভিএক্স ও সিএফসি'র মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সিএফসি গ্রুপের ছেলেরা ভিএক্স গ্রুপের কর্মী সৌমেনের পুরো হাত কেটে ফেলে। সৌমেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২য় বর্ষের ছাত্র। তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আরো গোলযোগের আশংকায় সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




