বাংলাদেশে আবস্থিত ভারতিয় হাইকমিশনে ভারতের নিজেস্ব নিরাপত্তা বাহিনি দায়িত্ব পলনের ব্যপারে জানতে চাইলে মাননীয় মন্ত্রী দীপু মনি যা বলেন তা হল।
পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি বলেছেন, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিতে সেদেশের কোনো নিরাপত্তা বাহিনী মোতায়েনে 'কূটনৈতিকভাবে' কোনো অসুবিধা নেই।
তবে তিনি জানান, সরকার এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। (আরো আসছে)
ঢাকায় ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিতে সেদেশের নিরাপত্তা বাহিনী মোতায়েনের অনুমতি সরকার দেবে কিনা জানতে চাইলে দীপু মনি সাংবাদিকদের এ কথা জানান।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, "(এই প্রস্তাবে) কূটনৈতিকভাবে কোনো অসুবিধা নেই। যেহেতু প্রস্তাবটি নতুন এসেছে তাই আমরা আলোচনা করছি।"
তিনি জানান, কোনো বিদেশি মিশনের অঙ্গনের 'বাইরের নিরাপত্তার' দায়িত্ব বর্তায় ওই মিশন যে দেশে অবস্থিত তার ওপর। কিন্তু মিশনের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট দেশের।
_পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি
এর মানে কি দাড়ায়? আমাদের নিরাপত্তা রক্ষিরা দাদাদের নিরাপত্ত দিতে আপারগ।
যারা দাদাদের মতো মানুষদের নিরাপত্তা দিতে পারে না, তারা তা হলে কি ভাবে এ দেশের নিরাপত্ত নিশ্চিত করবে? প্রশ্ন সরকারের কাছে? প্রশ্ন জাতির বিবেকের কাছে?? কারণ আমরা বিশ্বস করি আমাদের সেনাবাহিনি যে কোন দেশের সেনাবাহিনী অপেক্ষা অধিক শক্তিশালী একটি বাহিনী।
সুত্র-bdnews24.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




