আবারও সময় এসেছে প্রমাণ করার দেশ কে কত টুকু ভাল বাসেন।
এটা বলার অপেক্ষা রাখে না প্রত্যেক মানুষি তার দেশ কে অনেক বেশি ভাল বাসে। কোন কোন সময় তারা নিজের জীবন দিতেও দ্বিধা করে না,যার প্রমাণ আমরা দেখেছি ১৯৫২ এবং ১৯৭১ সহ বিভিন্ন সময়। বীর মুক্তিযোদ্ধা বা ভাষা আন্দলন কারীরা তাদের জীবন দিয়ে আমাদের দিয়ে গেছেন একটি স্বাধীন দেশ, নিজেস্ব ভাষা।
২০১১ সময় এখন আপনার। কি করবেন দেশের জন্য? হ্যা আপনি অনেক কিছুই করতে পারেন দেশের জন্য। এজন্য আপনাকে জীবন দিতে হবে না, দিতে হবেনা রক্ত বা আপনার মুল্যবান অন্য কিছু। শুধু মাত্র একটি এস এম এস করুন। এগিয়ে নিন বাংলাদেশকে।
স্বাধীনতার ৪০ বছরে চাওয়া পাওয়ার হিসাব করতে গেলে হয়ত হতাশা আমাদের ঘিরে ধরে। আমরা হয়ত দেশের জন্য কিছুই করতে পারিনি, যা করা সম্ভব ছিল, যা করেছে অন্যরা। এর মাঝেও ছোট ছোট প্রাপ্তিগুলো আমাদের করে অনেক বেশি আবেগ আপ্লুত। যার প্রমাণ গত ক্রিকেট বিশ্বকাপ, বাংলা কে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে শিকৃতি। এবার আবার সুযোগ এসেছে বাংলাদেশকে বিশ্বের দরবারে নতুন রুপে পরিচিত করার। এ সুযোগ আমরা হাত ছাড়া করতে চাই না। প্রাকৃতিক সপ্ত আর্শ্চাযে বাংলাদেশ কে প্রথম স্থান থেকে সরে আসতে দিবনা। এটাই হতে হবে আমাদের প্রতিঙ্গা আমাদের অঙ্গিকার। বাংলাদেশের খুব কম সংখ্যক মানুষ ইন্টারনেট ব্যবহার করে বলে এর মধ্যে আমরা কক্সেবাজারকে তালিকা থেকে হারিয়েছি, কিন্ত আর না। এবার সুযোগ হাতের মুঠোয়। শুধুমাত্র আপনার মুঠোফোন থেকে এস এম এস করেই এগিয়ে রাখতে পারেন সুন্দর বনকে তথা বাংলাদেশকে। এস এম এস করতে আপনার মুঠোফোন থেকে SB লিখে সেন্ড করুণ 16333 নম্বরে। এজন্য আপনার ব্যলেন্স থেকে মাত্র 2.30 পয়সা কাটা হবে।
আবারো মনে রাখবেন একজন দেশ প্রেমিক এবং সচেতন মানুষ হিসাবে এটা আপনার দায়িত্ব ও কতর্ব্য। আপনি কোন ভাবেই এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। আপনি যদি ছাত্র হন তাহলে আপনার সহপাঠিদের এ কাজে উদ্ভদ্ধ করতে পানের। চাকরী জীবী হলে মনে করিয়ে দিন আপনার সহকর্মীদের। যে যেখানে আছেন একে অন্যকে এটি করতে উদ্ভুদ্ধ করুণ। আশাকরি এজন্য আপনাকে বিশেষ কোন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে না, কারন সবাই জন্মগত ভাবে তার দেশকে ভালবাসেন। চান দেশের মঙ্গল, দেশের সমৃদ্ধি।
সুতারাং নিজে এস এম এস করুণ অন্যকে উদ্ভুদ্ধ করুণ।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




