একজন মানুষ তার জীবনে বিভিন্ন সময়ে তার চিন্তা চেতনা আশা আকাঙ্খার অনেটাই প্রকাশ করতে বা পরিপূর্ণ করতে পারেনা। আমি সাধারণ একজন, জীবন স্রোতে এই পর্যন্ত এসে পাওয়া না পাওয়ার হিসেবে জিরো অবশিষ্ট দেখতে পাই। শূন্য অতীত আর বর্তমানের শূন্যতাকে নানানভাবে পূরনের শান্তনা খুজি। বর্তমানে গ্রাজুয়েশন শেষ করে ফলপ্রার্থী আছি। মানুষের কাছে মানুষ- এই ভেবে আজকে এখানে বলছি । এটা ব্লগ এখানে এমনতর লেখা সমিচীন নয় জানি তবুও কোথায় যেন শান্তানার স্পর্শ আছে এই ভাবনাই..। নিম্ববৃত্ত পরিবার থেকে এসে অনেক যুদ্ধ করে শিক্ষা জীবনের এখানে আসা। গ্রামের আজপাড়া এলাকা থেকে আসায় নিজেকে আরো ১০ জনের সাথে তুলনা করে দীর্ঘ নিস্বাশ পেলেছি অনেক। পুরো শিক্ষাজীবনটা ছিল নিজের সাথে সময়ের চলনা, যেখানে সহপাঠিদের দেখেছি, বিনোদন জগতের সকল অঙ্গনে তাদের নিত্য চলাচল আর আমার সেই সময়টা কেটেছে কাল কিভাবে ফরম ফিলাপ করবো, কিভাবে বই কিনবো এই চিন্তায়। শিক্ষা জীবনে তেমন ভাল ছাত্র ছিলামনা মধ্যম লেভেলের রেজাল্ট নিয়ে পাশ করেছি যা হইতো প্রতিকূল পরিবেশ অথবা অন্য কোন কারনেও হতে পারে। কিন্তু আমার সপ্ন আছে ভবিষ্যতে কিছু করা। সে হিসেবে নিজেকে তৈরি করার চেষ্টা অব্যাহত। নিম্নবৃ্ত্ত হওয়ায় অর্থনৈতিক অভাবের তীর্বতা প্রত্যক্ষ করেছি কাছ থেকে। ছেয়েছি অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে ঋণ/ধার, কিন্তু পাইনি। নিজেকে তৈরি করার জন্য কিছু আর্থিক ঋণ আমার বড়ই দরকার ছিল। যার জন্য দেশের কয়েকটি ব্যাংকে ঋনের আবেদন করেছি। কিন্তু আমি জানতামনা ব্যাংক তাকেই ঋণ দেয় যার ঐ পরিমান টাকা বর্তমান থাকে। আমাদের দেশে এমন অনেক ব্যক্তি আছেন যাদের কাছে ২/১ লক্ষ্য টাকা কিছুইনা। সাময়িকের জন্য আমার কিছু আর্থিক ঋন/ধার করা খুবই দরকার। এখন যদিও আমার প্রমান করার মতো কিছুই নেই যে আমি বাস্তবিকই ঋণ পরিশোধ ও কৃতজ্ঞতা প্রকাশ করবোই, কিন্তু ঠিকই আমি এক সময় প্রমান করতে পারবো। আর হইতো সময়ের এই খেলাই আমাকে হারিয়ে দিবে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কি আমাকে এতটুকু বিশ্বাস কবরে? আপনাদের মধ্য থেকে কেউ আমাকে একটু তথ্য দিতে পারবেন। আমি অকৃতজ্ঞ হবো না।
-----
(It was requested to post)
-RBPO

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


