আপ্নারা সকলেই জানেন ফেসবুকের অ্যাডমিনরা এখন সময়ের তারকা! ভার্চুয়াল জগতের বড় একটা অংশ তারা নিয়ন্তন করে।
চাইলে আপনিও হতে পারেন জনপ্রিয় একজন এডমিন।
এবার দেখে নিন জনপ্রিয় এডমিন হবার পূর্ণ টিউটোরিয়াল
১, আমরা আলুভর্তা দিয়া ভাত খাইতে ভীষণ লাইক করি।
২, আমরা প্রেম না কইরাই ছেকা খাই।
৩, ইভা রহমান ফ্যান ক্লাব।
৪, চৌধুরী সাহেব গরীব হইতে পারি কিন্তু আমারো ফেসবুকে পেজ আছে।
৫, আমরা ফেসবুকের পাগলা ফ্যান।
পেজ খোলা হলে চরম একটা প্রোফাইল পিকচার দেন পেজে। অনেক আবুল ফেসবুকার আছে পেজের প্রোফাইল পিকচার দেখে পেজ লাইক দেয়।
এবার আপ্নে অন্যান্য এডমিনদের দ্বারে দ্বারে ( পেজে পেজে ) ঘুরে তাদের কাছে আপনার পেজের প্রমট চান। বেশীরভাগ এডমিনই আপনাকে না করবে বাট কিছু ভালো এডমিন আছে যারা আপনাকে প্রমট দিবে। আর প্রমট চাওয়ার সময় এডমিনদের পুরা পামের উপরে রাখবেন। তাদের বলবেন, আমি আপনার পেজের খুব একটিভ মেম্বার। আমি বেক্তিগত ভাবে আপনার অনেক বড় ফ্যান।
পেজে হালকা পাতলা কিছু মেম্বার হলে ভালো কিছু ছবি পোস্ট করবেন। এবং আপনার ফ্রেন্ডলিস্টের যতজন ফ্রেন্ডকে ওই ছবিতে টেগানো যায় টেগান। যাদের ফ্রেন্ড বেশী তাদের টেগে অগ্রাধিকার দিবেন।
দেখবেন আপনার পেজ উরাধুরা হিট
ফেসবুকে যা হিট (লাইক) হতে বাধ্যঃ শাকিব খান, সাহারা খাতুন, ইভা রহমান, আরেফেন রুমির পারিবারিক ছবি, তাহসান + মিথিলার ছবি, ছোট ছোট বাচ্চাদের নামাজ পরার ছবি, বিভিন্ন যায়গায় আল্লাহ্র নামের ছবি এবং মাসজিদের ছবি।
ফেসবুকে যা কখনই হিট হয় নাঃ শেয়ার বাজারের খবর, শেখ হাসিনার ছবি, কামরুল-ফখরুলের বক্তব্য, কবিতা, এডমিনের তোলা ছবি।
পেজে নিয়মিত পোস্ট করুন, দিনে কমপক্ষে ৫ টা পোস্ট করুন।
১০০% গ্যারান্টি দিয়ে দিলাম আপনার আপনার পেজ হিট হবে।
আমার আগের টিউটোরিয়াল পোস্ট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


