ড. মুহম্মদ ইউনুস আপনি এবার একটি বিবৃতি দেন। গ্রামীণ ব্যাংক ভাল মন্দের বিচার করার প্রশ্ন ভিন্ন। এখানে দুই দল যে খেলায় মেতে উঠেছে তাতে ঢাল তলোয়ার নিয়ে যোগ দিয়েছে গাড়ল বুদ্ধিজীবী নামের বেশ কয়েকটি জীব। আপনি এবার বলুন এই উচ্ছিষ্টভোগী বুদ্ধিজীবীদের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই এমনকি তাদের লীগ ও জামায়াত বিএনপি কানেকশন আমি সবৈব ঘৃণা করি।
গত ২৫ আগাস্ট ৫১ বুদ্ধিজীবির ইউনুসের দাতাগোষ্ঠী কানেকশন নিয়ে বিবৃতি দেয়। তার পাল্টা জবাবে জামায়াত বিএনপি সমর্থক ২১৯ বুদ্ধিজীবী বিবৃতি দিয়েছে আজা যার ভাষাটি এমন
আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার প্রবক্তা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ভাবমুর্তি বিনাশের জন্য প্রচার করছে নানা কুৎসা। এই অশুভ তৎপরতার সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে সরকারের উচ্ছিষ্টভোগী ও অনুগ্রহভাজন ৫১ জন বুদ্ধিজীবী। পত্র পত্রিকায় প্রকাশিত এই ৫১ বুদ্ধিজীবী গ্রামীণব্যাংক ও ড. ইউনুস সম্পর্কে যে সব কথা বলেছেন তা রুচি, শিক্ষা ও শিষ্টাচারবহির্ভূত। আমরা এই দায়িত্বহীন এবং একই সঙ্গে আত্মঘাতী বিবৃতির তীব্র নিন্দা জানাই। সরকার ও তাদের তল্পিবাহী লোকজনদের কর্মকাণ্ড সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাই। একইসঙ্গে গরীব মানুষের শ্রম ও ঘামে গড়ে ওঠা গ্রামীণব্যাংক রক্ষায় দেশবাসীকে এগিয়ে আসার অনুরোধ করছি।
চেতনার কতটুকু অধপতন হলে এমন ভাষা ব্যবহার করা যায়?????
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



