"অপারেশন ডেভিল হান্ট" নামে একটি বিশেষ অভিযান চালু হয়েছে দেশে গতকাল(৮-০২-২৫) মধ্যরাত থেকে। এই অভিযানের লক্ষ্য সন্ত্রাসী ও অপরাধীদের দমন করে দেশের নিরাপত্তা নিশ্চিত করা!
কেন এই অভিযান?
গাজীপুরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যৌথ বাহিনী, র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো একসঙ্গে কাজ করছে।
কি হবে এই অভিযানে?
-সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তার
-অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
-ডিজিটাল নজরদারি ও গুজব দমনের ব্যবস্থা
সরকার-এর মতে – জনগণের নিরাপত্তাই প্রথম! ভাবছি এই অভিযানে নিরপরাধ কেউ হয়রানির শিকার হবে কি না? দেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে মন্তব্য করা আমাদের মত নির্বোধের কাজ নয় তাও মাঝে মধ্যে ভাবনায় চলে আসে।
আপনার মতামত কী? এই অভিযান কি দেশের জন্য ভালো, নাকি মানবাধিকারের ঝুঁকি তৈরি করবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


