ভীষন ঝড়ের রাত। আপনি ২ সিটের একটি প্রাইভেট কার ড্রাইভ করে যাচ্ছেন। রাস্তা পুরোপুরি ফাঁকা। একেতো রাত, তার উপর ঝড়। একটি বাস স্টপেজের কাছে এসে দেখলেন সেখানে তিনটি মানুষ অপেক্ষমান। আপনি কাছে গিয়ে গাড়ী থামিয়ে দেখলেন, তিনজনের একজন আপনার পুরোনো বন্ধু...আপনার জীবনের নানা সময়ে যার অনেক অবদান; যার একটু কাজে নিজেকে লাগানোর সুযোগ খুঁজছেন আপনি। আরেকজন আপনার গার্লফ্রেন্ড....যাকে পাবার জন্যে আপনি যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলেন;
আপনার গাড়ীটি ড্রাইভার ছাড়া আর মাত্র একজন কে বহন করতে সক্ষম। এখন আপনি এই তিনজনকে কি করে সাহায্য করতে পারেন?...আপনার লক্ষ্য থাকবে তিনজনকেই উপকৃত করা। কিভাবে....??
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



