আজ বিকেলে একজন সাবেক ফার্ক গেরিলার সাথে অনেকক্ষণ গল্প হলো। অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম। উনার কাছ থেকে আজ আমি শুনেছি একজন আদর্শ গেরিলার আকারের কথা। আমি নিজে মনে প্রাণে একজন গেরিলা। কিন্তু গেরিলার যে চিত্র টা আমার মনে ছিল তার থেকে অনেক ভিন্ন চিত্র পেলাম আমি আজ। আমি আশ্চর্য। এখন থেকে আমি নিজেকে মানুষ কে বলবো গেরিলা হতে। একজন আদর্শ গেরিলা। আমি যার ভাষ্য তুলে ধরছি তিনি ১৯৮৮ সালে আহত হয়ে ফার্ক গেরিলা দল ছেড়েছেন। এখন তিনি ভেনিজুয়েলার একটি গুরুত্ত্বপুর্ণ পদে রয়েছেন। কিন্তু তিনি এখনো চির তরুণ চির গেরিলা। আমার সাথে তিনি ঠাট্টা করে বলেন তিনি কবরে গেলেও গেরিলা ওখানে ত্তিনি জিসাস কে শেখাবেন কি ভাবে আত্ম রক্ষা করতে হয়।
যাই হোক এবার আসল কথায় আশা যাক। একজন গেরিলার বয়স সাধারণত ২০-৩৯ এর মধ্যে সীমাবদ্ধ। এর পর মানুষের কর্মদক্ষতা কমে যায় বলে তিনি ৪০ থেকে অবসর জীবনের কথা বলেন। তবে বিশেষ ক্ষেত্রে ৪০ এর উপরের মানুষ ও গেরিলা হতে পারেন। যেমন র্যাজিনিও ফার্নান্দেজ নামের এক ৭০ বছরের যোদ্ধা তাদের ইউনিটি যুদ্ধ করতেন যিনি চিতার সাথে পাল্লা দেয়ার মতো ক্ষিপ্র ছিলেন। কিন্তু এটা ব্যতিক্রম। ৪০ এর কিছু আগ থেকেই মানুষের শরীরে রোগ বাসা বানায় বলে তিনি বলেন ৪০ এর আগেই অবসরের উপযুক্ত সময়।
একজন গেরিলার জানার পরিধি থাক্তে হবে অনেক। বিশ্ব সংসারের সব বিষয়েই তার কিছু জানা থাকা আবশ্যক। কারণ জংগলে বেচেঁ থাকার একমাত্র পন্থা হলো ঘুম আর তর্ক। তর্ক ছাড়া মস্তিষ অচল হয়ে পড়ে বলে তিনি বলেন। তিনি আরো বলেন তুমি যদি একজন ভালো গেরিলা হতে চাও তা হলে তোমার পড়াশোনার বৃত্যটিকে আরো বড় করতে হবে। অনেক বড়।
একজন গেরিলার ইউনিফর্ম থাক্তে পারে নাও পারে। বাংলাদেশের মতো দেশে না থাকা টাই স্বাভাবিক বলে তিনি মিনে করেন।কিন্তু থাকাটা উচিৎ এবং ভালো। কারণ ইউনিফর্ম গেরিলাকে বিশ্বাস যোগায় যে সে বিজয়ের পথে যাচ্ছে এবং এই পোষাকের মর্জাদা রক্ষা তার গুরু দ্বায়িত্ত্ব।এর ফলে একজন গেরিলার মনে সেই শক্তি চলে আশে যা যুদ্দের চেয়ে বড় কিছু জয় করতে সাহায্য করে।
একজন গেরিলা অনেক সাধারণ,সারাক্ষণ তার মুখে হাসি লেগে থাকবে। তার টান থাকবে একেবেরে তৃণমুলের মানুষের সাথে। (চলবে)
আলোচিত ব্লগ
বিজয়ের আগে রাজাকারের গুলিতে নিহত আফজাল

ঘটনা স্থল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া ইউনিয়নের গুণভরি ওয়াপদা বাঁধ।
১৯৭১সালের ১৬ই ডিসেম্বরের কয়েক দিন আগের ঘটনা। আফজাল নামের ভদ্রলোক এসেছিলেন শ্বশুর বাড়ি বেড়াতে। আমাদের পাশের গ্রামেই তার... ...বাকিটুকু পড়ুন
৫৫ বছর আগে কি ঘটেছে, উহা কি ইডিয়টদের মনে থাকে?

ব্লগের অনেক প্রশ্নফাঁস ( Gen-F ) ১ দিন আগে পড়া নিউটনের ২য় সুত্রের প্রমাণ মনে করতে পারে না বলেই ফাঁসকরা প্রশ্নপত্র কিনে, বইয়ের পাতা কেটে পরীক্ষার হলে নিয়ে... ...বাকিটুকু পড়ুন
নিজামী, মুজাহিদ, বেগম জিয়াও বিজয় দিবস পালন করেছিলো!!

মুক্তিযুদ্ধ চলাকালে বেগম জিয়ার মুরগী মগজে এই যুদ্ধ সম্পর্কে কোন ধারণা ছিলো না; বেগম জিয়া বিশ্বাস করতো না যে, বাংগালীরা পাকীদের মতো শক্তিশালী সেনাবাহিনীকে পরাজিত করতে পারে;... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা গান্ধীর চোখে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-ভারত-পাকিস্তান সম্পর্ক: ওরিয়ানা ফলাচির সাক্ষাৎকার থেকে

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফলাচি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাক্ষাৎকার নেন। এই সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধ, শরনার্থী সমস্যা, ভারত-পাকিস্তান সম্পর্ক, আমেরিকার সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি এবং পাকিস্তানে তাদের সামরিক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।