গতকাল ২৯ তম বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। আমার মফস্বলের বন্ধুরা ফোন করে বলল ওয়েবসাইট থেকে ফলাফল জানাতে। কিন্তু আমি কোথাও পেলাম... না গুগলে ও না। শেষ পর্যন্ত পিএসসির ওয়েবসাইট এ সমস্ত লিংক এ ঢু মারলাম... ফলাফল শুন্য......
আজ বিভিন্ন দৈনিক প্রত্রিকায় ফলাও করে ছাপা হয়েছে.......
পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল দৈনিক আমাদের সময়ের ওয়েবসাইট ও পিএসির ওয়েবসাইট এ পাওয়া যাবে - দৈনিক আমাদের সময়।
মঙ্গলবার পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ২৯তম বিসিএস পরীক্ষার ফলপ্রকাশ করে। একই সময় ওয়েব সাইটেও (http://www.bpsc.gov.bd) ফল প্রকাশ করা হয় - দৈনিক ইত্তেফাক।
আজও এক ঘন্টা খুজেছি.... পিএসসির ওয়েবসাইটে কোথাও কাক্ষিত পাখীর দেখা মেলে নি। গুগল এ সার্চ করলাম। একটা লিন্ক পেলাম.....
National Web Portal Of Bangladesh - Citizen Services
The result of the 29th BCS Preliminary examination has been published. Please click here to view the result.
Click This Link
কোথায় সেই সোনার হরিণ...
আমাদের দেশের সরকারি ওয়েবসাইট গুলো কেন বানানো হয়?? যদি তা থেকে আমরা উপকৃত ই না হলাম। সেই আমরাই গলা ফাটিয়ে বলি: ডিজিটাল দেশ গড়ব......
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




