মা, আমার কাছে তোমার চাইবার কি কিছুই নেই?
আসুন একটি মায়ের গল্প শুনি।
অনেক দিন আগের কথা। ছিল একটি বড় আপেল গাছ। তার নিচে বসে খেলা করত একটি শিশু। কিছুদিন পরে শিশুটি আর গাছটির নিচে আসে না। গাছটি খুব চিন্তিত তার বন্ধু এখন আর আসে না। হঠাৎ একদিন দেখা গেল সে শিশুটিকে। গাছটি জিগ্যেস করলো ‘‘তুমি এখন আর খেলা করতে আসছোনা কেন’’ শিশুটি বলল, এখন আমি বড় হয়েছি। এখন আমার খেলনা দরকার। গাছটি বলল আমার তো টাকা নেই, তোমাকে কি দিয়ে সাহায্য করতে পারি। তুমি বরং আমার আপেল গুলো নিয়ে যাও তা বিক্রি করে খেলনা ক্রয় কর। এবং আমার সাথে খেলা কর। শিশুটি আপেল বিক্রি করে খেলানা কিনলো কিন্তু গাছটির ্কাছে আর এলনা।
এর পর অনেকদিন ....। শিশুটি আর গাছটির কাছে আসে না। হঠাত চিন্তিত হয়ে গাছটির নিকট শিশুটি (এখন যুবক) হাজির। গাছটি জিগ্যেস করল তোমার কি সমস্যা। শিশুটি বলল আমার পরিবারের জন্য একটি ঘর নির্মান করতে হবে তাই চিন্তিত। গাছ বলল আমার ডালপালা, আর গাছ দিয়ে ঘর হবে তুমি আমাকে কেটে নিয়ে যাও, তবুও আমার কাছে এসো। শিশুটি (এখন যুবক) গাছ কেটে বাড়ি করলো, কিন্তু গাছটির কাছে আর এল না।
তারও অনেক দিন পর। শিশুটি (এখন বুড়ো) সব কিছু হারিয়ে কান্ত শ্রান্ত হয়ে সেই গাছটির গুড়ি (শেকড়ের অংশের) কাছে এলো। গাছটি তাকে বলল, আমারতো তোমাকে দেবার কিছুই বাকি নেই। বল তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। শিশুটি (এখন বুড়ো) আমি কি তোমার কাছে বসে একটু স্বস্তি নিতে পারি? এরপর তারা দু-জনে পুরানো কথা মনে করে কাদঁলো এবং শান্তি পেল।
আমরাও নাকি এরূপ ........ আমাদের মা আমাদের সব কিছু দেয়, বিনিময় তারা কিছুই চায় না। শুধু চায় আমাদের সংগ। আমাদের ভালবাসা। কিন্তু আমরা তখন সেটা দেই না। নিজেরা যখন একা হয়ে যাই, তখনই আবার মায়ের কাছে ফিরে আসি। একটু কাঁদি, একটু শান্তি পাই।
...... তবুও আমাদের কাছে মায়ের চাইবার কিছুই নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




