একটি অনলাইন পত্রিকায় এমন এক মনকারা শিরোনাম দেখে খুশিতে মনটা নেচে উঠেছিল
ভারত গমনেচ্ছেু ১০ ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করে সোনার হরিণ অ্যাপয়েনমেন্ট তারিখের জন্য আর অপেক্ষা করতে হবে না। এমন প্রক্রিয়াই চালু করেছে ভারতীয় দূতাবাস ও হাই কমিশন অফিস। সুতরাং দালাল গুলো হুররর ফুট।
ভিসা ক্যাটাগরি গুলো হল:
১। চিকিৎসার প্রয়োজনে ভারত গমনেচ্ছু রোগী
২। সাংবাদিক
৩। চিকিৎসক
৪। শিক্ষার্থী
৫। গবেষক
৬। সম্মেলনে গমনেচ্ছু
৭। চাকরিজীবী
৮। ব্যবসায়ী
৯। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় আমন্ত্রিত
১০। ট্রানজিট পেতে ইচ্ছুক ব্যক্তি
টুরিস্ট ভিসার জন্য আবেদনকারীরা এই সুবিধা পাবেন না। তাদের জন্য পূর্বের মতই নিয়ম চালু রেখেছে হাই কমিশন। কিন্তু এই বাশ কেন বহাল রাখা হল???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




