ছোট্ট স্টেশনটার গুণে ধরা কাঠের বেঞ্ছিটায়
বলতে গেলে হঠাতই সেদিন তোমার সাথে আমার দেখা হয়ে গেল।
বৃষ্টির এক একটা ঝাপ্টায় সবকিছু আবছায়া মনে হলেও
সেদিন তোমাকে অতদূর থেকে চিনতে একটুকুও ভূল করিনি।
সেই তুমি,সেই নীল পাড়ের শাড়ী,
সেই লাউয়ের ডগার মত কচি হাত,অদ্ভুত সেই দৃষ্টি।
কই কিছুইতো পাল্টায়নি।
তাই বলে ভেবোনা তোমার সেই ঊদ্ভ্রান্ত দৃষ্টির মাঝে
আমি একটুও নিস্পৃহতা টের পাই নি।
পাল্টায়নি তোমার বন্য লতার মত দাঁড়িয়ে থাকার ভঙ্গী
পাল্টায়নি রেশমি চুলের এলোমেলো বচন।
তবু কি তোমার শীতল কালো দৃষ্টির মাঝে
আমি একটুও আকুলতা দেখি নি।
তুমি যাবে পুর্বে,আমি পশ্চিমে।
মাঝে কিছুক্ষণ অতীত স্মৃতিবিলাষ,
ভূলে থাকার অভিনয়,ধারার ছন্দপতন,
তারপর আবার চলা,যে যার পথে
বহুদূরে একা,বড় একা.........
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১০ রাত ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




