পথ সন্ধানী পথিক নাকি কুড়িয়ে পাওয়া পথের একলা পথিক?
সে পথকে খোজে ফেরে নাকি পথ তার তৃষ্ণায় ব্যকুল?
পথিকের এই জানা অজানা পথের শেষ হবে কি ওই পথের শেষে? আচ্ছা ওই পথের ও বা শেষ কোথায়?
পথিক কি জানে তার এই পথ চলা রাত জাগা কোনো এক দূঃস্বপ্নের মত?
পথিক কি কখোনো ওই রাত জাগা পাখির ডানা ঝাপটানোর আওয়াজ শুনে ওই পথ চলায় সঙ্গী খোজে নি?
কি আছে ওই পথ চলায়?
পথিক কি তা কখোনো খুজে ফিরেছে?
নাকি এটাই পথিকের প্রাণশক্তি,ঐ একলা অন্তহীন পথের ভ্রান্তি।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১০ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




