হ্যান করেছি ত্যান করেছি নেই তো কিছু বাকী
এবার ভোটে আম জনতা কেমনে দেবে ফাঁকি?
আগ বাড়িয়ে চামচা বলে, সব কুচ ঠিক হ্যায়
আমার নেতা যাবেই যাবে এবার ক্ষমতায়।
পাবলিক খুব চালাক-চতুর ব্যালটে দেয় জবাব
বলেন নেতা কারচুপি সব সৎ লোকের খুব অভাব
নেতার স্বপ্ন আকাশচুম্বি মাটিতে পা নেই
সহজ কথা বোঝে না সে হারায় কথার খেই।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



