রংপুরের বেসরকারী হাসপাতাল রোজ ক্লিনিকের চিকিৎসা সেবা হতবাক করেছে সচেতন মানুষদের। এই ক্লিনিকের বিরুদ্ধে রোগীর ভুল চিকিৎসা এবং রোগীর আত্মীয় স্বজনদের মারধোরের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। একটি ছোট্ট অপারেশনের জন্য অচেতন করা রোগীর জ্ঞান দীর্ঘ এক মাসেও ফেরেনি । এই ঘটনায় ঐ ক্লিনিকের অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে রংপুর কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, নীলফামারী সদরের নটখানা গ্রামের সমরেশ চন্দ্র দাসের ছেলে সাধন চন্দ্র দাস (২০) নামের এক যুবক বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরীর জন্য আবেদন করলে নিয়োগ পরীক্ষায় নাকের অতিরিক্ত মাংসের কারণে বাতিল হয়ে যায়। কিন্তু তাকে অপারেশনের পর সেনাবাহিনীতে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে সে নাকের অতিরিক্ত মাংস কেটে ফেলার জন্য নগরীর ধাপ এলাকার রোজ ক্লিনিক নামে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়। গত ০৩ জুলাই রাত সাড়ে আটটায় এই ক্লিনিকে তার নাকের অতিরিক্ত মাংস কেটে ফেলার জন্য অপারেশন করা হয়। কিন্তু অতিরিক্ত চেতনা নাশক ব্যবহার করার জন্য ২৪ ঘণ্টা পরেও রোগীর জ্ঞান না ফিরলে ক্লিনিকের কর্তৃপক্ষ পরের দিন রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে তড়িঘড়ি করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কথা বলে।
ফলে রোগীর স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানেও তার অবস্থার উন্নতি না ঘটলে এবং ৩১ জুলাই পর্যন্ত জ্ঞান না ফিরলে তাকে পরিবারের সদস্যরা পুনরায় রংপুরের রোজ ক্লিনিকে নিয়ে আসে। কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ তাকে ভর্তি নিতে অস্বীকৃতি জানায়। এসময় রোগীর স্বজনদের সাথে ক্লিনিকের ডাঃ আব্দুল ওয়াহেদ ও ডাঃ আব্দুর রহমান চরম দুর্ব্যবহার করে এবং মারধোর করে। ডাক্তারদের দালাল নামে পরিচিত স্থানীয় কিছু সন্ত্রাসী এসময় রোগীর স্বজনদের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নিয়ে ক্লিনিকের বাহিরে বের করে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপায়ান্তর না দেখে রোগীর স্বজনেরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ৫ আগস্ট রাত এগারোটা পর্যন্ত জ্ঞান ফেরেনি রোগী সাধন দাসের। বর্তমানে অচেতন সাধন রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের এক নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে আজ মরতে বসেছে সাধন দাস।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ও সহকারী রেজিস্টার ডাঃ সাখাওয়াত হোসেন শুক্রবার রাতে রংপুর ওয়েব ডট কমকে জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। চিকিৎসকরা চিকিৎসা চালিয়ে যাচ্ছে। মাত্রাতিরিক্ত চেতনা নাশক ব্যবহারের ফলে এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এব্যাপারে রংপুরের সিভিল সার্জন দায়ী ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ
নেয়া হয়নি।
এব্যাপারে নগরীর রোজ ক্লিনিক কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করলেও তারা এই বিষয়ে কোন মন্তব্য করা থেকে বিরত থাকেন।
মাত্র কিছুদিন আগে নগরীর মাহীগঞ্জে বঙ্গবন্ধু মেমোরিয়াল হসপিটালে টাকার জন্য এক গৃহবধূ রোগীকে আটকে রাখা এবং অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগের পরে রোজ ক্লিনিকের এই ঘটনায় রংপুরের সচেতন মহল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে যত্র তত্র বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে ওঠাকেই এমন ঘটনার জন্য দায়ী বলে মত প্রকাশ করেছেন বিশিষ্ট জনেরা।
এদিকে এই ঘটনায় রোগী সাধন দাসের বড় ভাই রঞ্জন দাস রংপুর কোতোয়ালী থানায় সংশ্লিষ্ট ক্লিনিক ও চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে থানা সূত্রে জানা গেছে।
রংপুরে রোজ ক্লিনিকে চিকিৎসকের ভুলে অপারেশনের এক মাস পরেও জ্ঞান ফেরেনি রোগীর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদ: দিল্লির ছায়া থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র
একটা সত্য আজ স্পষ্ট করে বলা দরকার—
শেখ হাসিনার আর কোনো ক্ষমতা নেই।
বাংলাদেশের মাটিতে সে রাজনৈতিকভাবে পরাজিত।
কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি।
ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা এখন ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র... ...বাকিটুকু পড়ুন
Grameen Phone স্পষ্ট ভাবেই ভারত প্রেমী হয়ে উঠেছে

গত কয়েক মাসে GP বহু বাংলাদেশী অভিজ্ঞ কর্মীদের ছাটায় করেছে। GP র মেইন ব্রাঞ্চে প্রায় ১১৮০জন কর্মচারী আছেন যার ভেতরে ৭১৯ জন ভারতীয়। বলা যায়, GP এখন পুরোদস্তুর ভারতীয়।
কারনে... ...বাকিটুকু পড়ুন
কম্বলটা যেনো উষ্ণ হায়

এখন কবিতার সময় কঠিন মুহূর্ত-
এতো কবিতা এসে ছুঁয়ে যায় যায় ভাব
তবু কবির অনুরাগ বড়- কঠিন চোখ;
কলম খাতাতে আলিঙ্গন শোকাহত-
জল শূন্য উঠন বরাবর স্মৃতির রাস্তায়
বাঁধ ভেঙ্গে হেসে ওঠে, আলোকিত সূর্য;
অথচ শীতের... ...বাকিটুকু পড়ুন
পশ্চিমা ইসলামবিদ্বেষ থেকে বাংলাদেশের ইসলামপন্থি রাজনীতি

আমি যখন কানাডায় বসে পাশ্চাত্যের সংবাদগুলো দেখি, আর তার পরপরই বাংলাদেশের খবর পড়ি, তখন মনে হয় - পশ্চিমা রাজনীতির চলমান দৃশ্যগুলো বহু পথ পেরিয়ে বাংলাদেশের রাজনীতির অন্ধকার প্রেক্ষাগৃহে আলো-ছায়ায় প্রতীয়মান... ...বাকিটুকু পড়ুন
ইউনুস সাহেবকে আরো পা্ঁচ বছর ক্ষমতায় দেখতে চাই।

আইনশৃংখলা পরিস্থিতির অবনতি পুরো ১৫ মাস ধরেই ছিলো। মব করে মানুষ হত্যা, গুলি করে হত্যা, পিটিয়ে মারা, লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা, পুলিশকে দূর্বল করে রাখা এবং... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।