মার্কেট ছাড়াও অনেক সাইটে (টরেন্ট সহ) এখন এন্ড্রয়েড এপস পাওয়া যায়। মার্কেটে আপনার পছন্দ সই এপস দেখে আপনি সার্চ করে নামিয়ে নিতে পারেন .apk ফাইল। ধরুন আপনার টকিং টম পছন্দ হয়েছে। আপনি ব্রাউজারে talking tom.apk লিখুন । কিছুক্ষন গুতাগুতি করলেই আপনি
এ অবস্থায় আপনার প্রয়োজন সরাসরি পিসি থেকে মোবাইলে ইন্সটল করা যায় এমন কোনো সফটওয়ারের। এরকম দুটি সফটওয়ার হচ্ছে এন্ড্রয়েড ইঞ্জেক্টর এবং মোবাইল-গো । ইউ এস বি কানেকশন দিয়ে পিসির সাথে ফোন কানেক্ট করে সরাসরি পিসি থেকে ইন্সটল করে নিতে পারেন যেকোনো এপস। সাধারণত পিসি কম্প্যানিয়নের সাথেই ইউ এস বি ড্রাইভার দেওয়া থাকে। তারপর আপনার প্রয়োজন অনুযায়ী ড্রাইভার নামিয়ে নিতে পারেন এখান থেকে ।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১২ বিকাল ৩:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




