সকাল বেলা শহরটা থাকে জনশুন্য
দুপুরেবলা হাঁটা যায় না গোলযোগের জন্য,
হরেক রকম মানুষ আর কাজ তো হরেক রকম
বয়েসর নেই তফাত কাজ করে হরদম।
কেউ থাকে পার্কে কেউ পাঠশালায়
কেউ বা আবার অফিস-আদালতে কেউ কলকারখানায়।
আমার দেশের শ্রমিকগন কাজ করে সারাক্ষন
বিরতি পায়না তারা একমিনিটের জন্য,
করব আরো পরিশ্রম হবে দেশের উন্নয়ন
এইতো মোদেল আশা
সেদিন আর থাকবোনা আমরা
খুলি মজুর চাষা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




