আমি ঠিক করেছি একটি প্রতিযোগিতার আয়োজন করব, আর প্রতিযোগিতার শিরোনাম হবে `সেরা আড্ডাবাজ'
প্রতিযোগিতার প্রথমিক ধারনা বলছি -
১।প্রথমে প্রতিযোগি সংগ্রহ করব।
২। প্রতিযোগিকে দুটি গ্রুপে বিভক্ত করব।
৩। প্রতি গ্রুপ থেকে ১জন করে নিয়ে উপগ্রুপহবে।
এরপর বিষয়বিত্তিক আড্ডা ...............................................
সবশেষে বের করা সেরা আড্ডাবাজ।
কিন্তু সবকিছুর জন্য প্রয়োজন সহযোগিতা ও শ্রম , তাইতো আপনাদেরকে প্রয়োজন । বিষেশ করে যারা অভিঞ্জ এবং যারা আমার এই কাজে সহযোগিতা করতে চান , এক সাথে কাজ করতে চান তারা আমাকে নাম ও ঠিকানাসহ জানান। আপনাদের সবাইকে নিয়ে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত হবে আমরা কিভাবে এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারি।
আপনাদের প্রতিক্ষায় রইলাম
মোঃ হাবিব উল্লাহ হৃদয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




