পোষ্ট সংখ্যা: 300-টি (এটি বাদে)
মন্তব্য সংখ্যা: 1391-টি
অতিবাহিত দিন : 330 দিন (18/01/06 থেকে 18/12/06 পর্যন্ত , 1 মাস 30 দিন হিসেবে এবং 1ম পোষ্টকৃত তারিখ থেকে গণনাকৃত)
প্রতি পোষ্টে(1টি পোষ্ট) গড় মন্তব্য : 4.63 টি (প্রায়)
অথর্াৎ আমার প্রতিটি পোষ্টে প্রায় 4 জন মন্তব্যকারী আছে ।
প্রতি পোষ্টে(1টি পোষ্ট) গড় হিট : 194.09 টি
অথর্াৎ আমার প্রতিটি পোষ্টে প্রায় 194 বারসমাগম হচ্ছে ।
প্রতি পোষ্ট(1টি পোষ্ট) করতে সময়(দিন) লেগেছে : 0.90 দিন (প্রায়)
অথার্ত প্রায় প্রতিদিন আমি 1টি করে পোষ্ট করেছি ।((নিয়মিত) গড় হিসাব তাই বলে)
মন্তব্য এবং হিট :
প্রতি (1 জন) মন্তব্যকারী সম্ভবত 41.85 বার (প্রায়) হিট করেছেন ।
দিন এবং মন্তব্য :
প্রতি দিনে (1 দিন) প্রায় 4.21টি মন্তব্য করা হয়েছে কিংবা প্রায় 4 জনমন্তব্যকারী ভ্রমণ করেছেন ।
দিন এবং হিট :
প্রতি (1 দিন) দিনে প্রায় 176.44 টি হিট পড়েছে ।
ব্লগের আমলনামার এতটুকুই...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


