জামার্ন ভাষা বাংলা শেখার জন্য অভিধান যে অনলাইনে আছে এ কথা আগে তো জানতাম না । ধূসর গোধূলীর একটি পোষ্ট থেকে এই লিংকটি পেয়েছি । কিন্তু তা পি ডি এফ আকারে Click This Link wjsK সুতরাং আমাকে আর পোষ্টান লাগবে না । আমি এখন থেকে ওটাকেও অনুসরণ করার চেষ্টা করব ।
আমি এক অর্থেজানতামই না, যে নাম একই হবে ।
জামার্ন ভাষা শিক্ষার আসর নামেও এটি পরিচিত ।
সেই সাথে এমপি থ্রি এর সুব্যবস্থ্য । যা আমি অচিরেই করেছিলাম আমার লেখার সাথে (যদিও আমি পরবতর্ী লেখা পোষ্ট করি নাই ।)
মনে হয় আমার লেখার তেমন জরুরী নয় এখন ।
কিন্তু বইটি পুরনো ধাচের । কিছু শব্দের এখন পরিবর্তন হয়েছে । আর বইটিতে জামার্নীর জামার্ন ভাষা প্রাধান্য পেয়েছে । সেই ক্ষেত্রে আমার লেখায় অস্ট্রিয়ার জামার্ন ভাষার প্রাধান্য পেয়েছে । যেমন ইউকে এর ইংরেজী আর ইউএসএ এর ইংরেজী ।
কিন্তু আমি সেই সাথে জামার্নীর জামার্ন ভাষা এমন কি আশেপাশের দেশের ভাষা পাথর্ক্যও তুলে ধরেছি এই বই এ বিস্তৃত তুলে ধরা হয় নি ।
এই বই শিলিং এর আমলে তৈরী করা আর এখন ইউরো চলছে তাই দেখেই ধরতে পেরেছি এর বয়স ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


