১.০৫.২০১২
শুরুটা মোটামোটি । চেহারা স্ক্যান , হাতের বৃদ্ধাঙ্গলী ছাপ ও কার্ড পাঞ্চ করে ঢুকলাম । ধারনা ছিল ভিতরটা শীতাতপ নিয়ন্ত্রীত হবে । কিন্তু ভুল ভাঙল ট্রেইনার থেকে জেনে যে গ্রীষ্ম উপলক্ষ্যে ঘর্মাক্ত দেহের জন্য উল্টা গরম পরিবেশ সৃষ্টি করা হয়েছে !
আমি মনে মনে চিন্তা করছি আসল কাজ মানে শারীরিক উন্নতিটা উসুল হলেই হয়, হাজার হোক বাংলাদেশের বাঙ্গালী
যে সময়ে গেলাম তখন দুপুরের খাবারের বিরতি । তাই লোক সমাগম কম । ব্যায়ামের সরঞ্জাম মোটামোটি । তবে তাদের টার্গেট দেখে যা বুঝলাম তাতে মধ্যম প্রকৃতির সরঞ্জামই বেশী । হেভিওয়েট ব্যাপারও আছে তবে কম, অন্য শাখায় থাকতে পারে জানাল ।
আমি যাওয়ার আগে ইন্টারনেট থেকে রিভাইস দিয়ে নিলাম কিছু সাইট এ ব্যায়াম সম্পর্কিত । উল্লেখ যে, বছর খানেক আগেও ব্যায়াম করতাম কিন্তু প্রফেশনাল আকারে নয় বরং ফ্রি হ্যান্ড ব্যায়াম + বন্ধুর কলোনীর ছাদের ব্যায়ামাগারে । তাই হালকা একটু অভিজ্ঞতা আছে ।
তাই শুরুটাও করলেম শরীর গরম করার পদ্ধতি দিয়ে । ৪৫ মিনিট দৌড়ালাম মাঝে মাঝে ১ কি ২ মিনিট বিশ্রাম নিলাম । আগের মত পারি না ।
তবে আমি ইচ্ছা করেই বেশী দ্রুত ও বেশীক্ষণ দৌড়াতে চাচ্ছি এতে ক্যালোরী ধ্বংস হবে ।
এরপর ড্রিংকস বার এর দিকে গেলাম .. কোন মানব নাই ।
এরপর পায়ের ব্যায়াম করলাম । হাল্বহয়তিগারমুস্কেল ইত্যাদি ....... যাই হোক পেশীর নামে না যাই, এইগুলার শুধু জার্মানই জানি
আশে পাশের দৃশ্য নয়নাভিরাম
চিন্তা করতেছি দৌড়াইতে দৌড়াইতে চিন্তা করব সামনে টাকার থলির মত মূলা আছে তাহলে স্প্রীহা পেতে পারি ।
তবুও আমাকে এই পুলসিরাতটা পার হইতে হবে ।
তবে গরম হবার জন্য সামনের বিশাল বিশাল স্ক্রীনের গান আর বিজ্ঞাপনই যথেষ্ট কিন্তু ......... আর বলিলাম না ।
নতুন তালা কিনতে হবে, প্রথম দিন ফ্রি পেলাম পর থেকে কিন্তে হবে ।
আজ দুপুর এ বেশী কিছু খাই নাই । এক প্লেট ভাত, দুই টুকরা মাংস, স্পারগেল বাংলা একে শতমূলী বলে । তবে তা মন হয় না বাংলাদেশে চাষ হয়, ভারতে হয় জানি । Click This Link এইখানে ব্লগার রাজামশাই এর পোষ্টে কিছু বলেছে তবে মনে হয় এটি রাজা মশাই কপি পেষ্টই করেছে , সে ফুলের কথাই বলল, শতমূলী খাদ্য হিসেবে বলে নাই ।
আর সাথে টমোটো ১ টা, গাজর ১ টা । এই হল দুপুর এর খাবার ।
আজ রাতে ঘুমাবার পর ফেটে যাব ১০০ ভাগ ...........কনফার্ম । সকালে উঠে সারা শরীর ব্যথা করবে কাল ।
ওজনটা মাপি নাই, মাপব কাল ।
ঘেমে চুপ চাপ হয়েছিলাম মিনিট ১০ পরেই শুকিয়ে যায়, গেঞ্জিটা বহুত কাজে দিয়েছে আসলে নাইকি রকস !
মনে করেছিলাম হাসপাতালে যেতে হবে, আমার ১ টি পা আবার ফ্রেশ না , বেশীক্ষণ দৌড়াতে পারি না, ১ বার মচকানের পর এই অবস্থা । তবে আস্তে আস্তে আগাতে হবে ।
নীচের ছবিটা আমার পেটের বর্তমান অবস্থা ।

গত পোষ্টে কে যেন বললেন, ড্রিংকস বার এর ব্যাপারে । তার উত্তর হচ্ছে ৭০০-৮০০ টাকায় আনলিমিটেড ঠিকই কিন্তু দিনে ৬০০ মি লি + কুল ডাউন সময়সহ, এটা ঠিক জানি না কতক্ষণ পরে নেক্সট ড্রিংকস পাওয়া যায় ।
আর ব্যায়ামবীর রা প্রতিদিন যায় না যায় সপ্তাহে তিন দিন কি ২ দিন ! নতুন নবীশরাও ৩ দিনই করে । খুব কম মানুষুই প্রতিদিন যায় । পড়াশুনা, কাজ, পরিবার + অন্যান্য দরকারী কাজ সেরে ব্যায়ামের সময় দেওয়া খুবই শক্ত । তাই কোম্পানী লাভবানই হয় । আর কেউ যদি বেড়াতে যায় কোথাও কিংবা নাও আসে ব্যায়ামাগারে তবুও কিন্তু মাসিক চার্জ (১২ মাস ফিক্সড) + ড্রিংকস বার এর পয়সা কাটা হয় ।
আজ মাত্র ৬ ঘন্টা ঘুমিয়েছি, প্রতিদিন এভাবে ঘুমাতে পারলে , আর ঠিকমত সঠিক আহার ও প্রতিদনই ঘন্টা ব্যয় ব্যায়ামের উপর করলে আমারে ঠেকায় কেঠায় ?
চাকিব খান খারাও, আমি আইতাছি তোমার বাজার দখল করতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




