ছোটকালে আমার এই মেজ রোগ ছিল । নাকের নীচে ও ঠোটের উপরের মধ্যবর্তী স্থানে তা হত গুটি আকারে ১টি !
যতদূর মনে পড়ে চিমটি দিয়ে ২ কি ৩ বার ফেলে দিয়েছিলাম পড়ে অনেক রক্ত ঝড়ে ছিল !
এর পর দীর্ঘ সময় এটির দেখা পাই নাই । কিন্তু ...
ইদানীং তা হচ্ছে তবে তা ঘারে , গলায় ও দুই বগলের নীচের দিকে হল , মোট ৪ টি !!!
এটা আদও কোন রোগ ?
এর ইংরেজী নাম কি ? কারণ বাংলাতে সার্চ দিয়ে সমার্থক কোন ইংরেজী শব্দ পেলাম না !
কেন হয় ?
দৃষ্টি কটু বিধায় এ থেকে পরিত্রান এর উপায় কি ?
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




