
"আপনার অন্তরে ঠিক যা রয়েছে, আপনার জিহবা দিয়ে ঠিক তাই বের হবে।"
এ কথাটি আমাকে একজন ভাই এশার সালাতের পরে বলছিলেন।
বেশ কিছুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে কাজলার মোড়ে একটা মাসজিদে সালাত আদায় করছিলাম।
সেই ভাইয়ের নামটি আমি জানিনা। তিনি আমাকে আরো কিছু কথা বলছিলেন যেগুলো আজকে লিখতে ইচ্ছে করছে।
তিনি বলছিলেন: আমাদের অন্তরে দুনিয়া নিয়ে সবসময়ই চিন্তাভাবনা থাকে। আমরা সারাদিন দুনিয়া-দুনিয়া করতে থাকি। আমরা আখিরাতকে ভুলে থাকি।
ভাই আমাকে শেখাচ্ছিলেন আপনার আত্মীয়-স্বজন হোক কিংবা বন্ধুবান্ধব, তারা যদি আপনাকে সব সময় দুনিয়ার কথা স্মরণ করিয়ে দেয় বা তার কাছে গেলেই আপনি দুনিয়া রিলেটেড কথা শুনতে পান - তাহলে তাকে এভোয়েড করবেন / তাদের সাথে কম সময় ব্যয় করবেন।
এবং যে মানুষগুলোর কাছে গেলে আপনার আখিরাতের কথা বেশি স্মরণ হয় কিংবা আখিরাত নিয়ে আপনার চিন্তা ভাবনা সহজ হয়, তাদের সাথে বেশি সময় থাকার চেষ্টা করবেন।
আপনার অন্তরে যদি দুনিয়া থাকে তাহলে সেটা বের হয়ে যাবে।
কিংবা অন্তরে যদি আখিরাত থাকে তাহলে সেটাও বের হয়ে যাবে।
এটা আপনি আটকাতে পারবেন না।
আপনি একাকী সময়ে চিন্তা করবেন।
আপনি বেশিরভাগ সময় দুনিয়া নিয়ে চিন্তাভাবনা করেন, নাকি আখিরাত নিয়ে ?
তিনি খুবই সামান্য কথা বলেছিলেন, কিন্তু কথাগুলো অত্যন্ত দামী কথা ছিল।
→ আমার কাছে তাই মনে হয়েছে।
→ আপনার কাছে কি মনে হয় ?
→ কমেন্ট করে জানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


