সব মানুষের সমান অধিকারের কথা বিভিন্নভাবে বিভিন্ন আইন, ঘোষনায় বা সনদে বলা হয়েছে। কিন্তু বাস্তবক্ষেত্রে সমঅধিকারের কথা বলা থাকলেও একটা বিরাট বৈষম্য চোখে পড়ে নারী-পুরুষ সম্পর্কের ক্ষেত্রে। প্রগতিশীলতা, নারী অধিকার এবং নারী স্বাধীনতার নাম করে পরিবারে, কলকারখানায়, কৃষিতে, ব্যবসায়, প্রশাসনে, শিক্ষা-সংস্কৃতিতে ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে অথচ পুরুষদের প্রতি দৃষ্টি দেবার সময় কারো নেই। পত্রিকার পাতাগুলোতে নারীদের জন্য বিশেষ পাতা নারীপাতা, নারীমঞ্চ, অন্যপক্ষ বরাদ্দ দেয়া হচ্ছে। কিন্তু পুরুষদের জন্য পাতা কই? প্রগতিশীলতা এবং আধূনিকতার যাতাকলে পিস্ট হয়ে কত পুরুষ আজ অবহেলিত, নির্যাতিত, বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে তার খোঁজ নেবার কেউ নেই।
সমাজে নারী -পুরুষের সমান অধিকার। সমাজের বৃহত্তর অংশ জুড়ে রয়েছে পুরুষ। এরা কখনো স্বামী, কখনো ভাই, কখনো পুত্র এবং সবচেয়ে বড় কথা হল এরা হলো জন্মদাতা পিতা। তাই পুরুষের অধিকার সমাজ ও সভ্যতার একটা বিরাট অংশ।
সবার উচিত পুরুষকে নারীর সমান সমান মর্যাদা ও অধিকার দেওয়া।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০০৮ রাত ১০:৪৬