আজ এই ব্লগ টা মনের ভেতর থেকে একটা কষ্টবোধ থেকে লিখছি ।কেন এই কষ্ট ?এই মাসে ডা: জাকির নায়েকের বাংলাদেশ আসার কথা ছিল ।কিন্তু এক অজানা কারণে তার বাংলাদেশ সফর বাতিল হয়ে গেল । আর এই মাসে স্বপ্নপুরুষ (মি:খান) আসল ।এই নিয়ে দেশের সুধীজনদের মধ্যে আগ্রহের কমতি ছিল না । ১০০০- ২৫০০০/= টাকার টিকিট কেটে দেশের সুধীজনদরা এই উদোম নৃত্য দেখল ।এটা দেখার ইচ্ছা আমার ছিল না , তবু বিশেষ কারণে কিছু অংশ দেখলাম ।
আমাদের দেশের সুধীজনদরা (বিশেষত : নারীজাতি) এই স্বপ্নপুরুষ (মি:খান) কে দেখরে জন্য অপেক্ষায় মনে হয় ঘুম হারাম করে ফেলেছিলেন ।মসজিদের খু্ৎবা ১০ মি: বেশী হলে যারা উত্তেজিত বোধ করেন তাদের অনেকে হয়ত ভাবছিলেন আর একটু পরে এই উদোম নৃত্য শেষ হলে ভালই হত । আমরা নাকি মুসলমান……অথচ ইসলাম বর্হিভূত কাজ করতে আমাদের ভালই লাগে ।উক্ত উদোম নৃত্য মহরায় এক যুগলকে (Not Married) ডাকা হল ।উক্ত রমণীকে দেখে মনে হল পারলে এখনই স্বপ্নপুরুষের কোলে উঠবে । আপনারা জানেন এরপর স্বপ্নপুরুষ ঐ রমণীর Boy Friend কে অনেক কিছু শেখাল ।এক পর্যায়ে তারা ঐ রমণীর পায়ে মাথা লাগাল ।মাঝখানে স্বপ্নপুরুষ ঐ রমণীকে বেশ কয়েকবার চান্সে (k---) করে (রমণীকে তো খুশীতে……)। একসময় উক্তযুগলও (K---) ...করা শুরু করে ।আমরা এই উদোম নৃত্য অনুষ্ঠানে অনেক কিছু দেখলাম।
সুধীজনদের বলছি আমরা কি শিখলাম ? অশ্লীলতা আর স্বল্পবসনা মেয়েদের নানাবিধ শারীরিক কসরত উপস্থিত সুধীজনদের মারাত্মক পুলকিত করে । উনাদের কাছে অশ্লীলতা আর নগ্নতা হচ্ছে সংষ্কৃতি চর্চা আর ধর্ম অথবা ইসলামিক কথাবার্তা বললে তারা জঙ্গীবাদের/মৌলবাদের গন্ধ পান । এইসব সুধীজনরা সংষ্কৃতির জোয়ারে দেশকে ভাসিয়ে দিতে চায় আর দাড়িঁ-টুপিওয়াদের দেখলে মৌলবাদী বলতে বলতে মুখু দিয়ে ফেণা বের করে ফেলে ।জাকির নায়েক বাংলাদেশে আসা অজানা কারণে বাতিল হয়ে যায় আর হারাম কাজ আযোজন করার জন্য সরকার অন্তর শোবিজের সাথে চুক্তি করে ।কুরআনে বলা হয়েছে :“…………পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোন একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোন একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর। বস্তুতঃ আল্লাহই জানেন, তোমরা জান না। ” সূরা আল বাক্বারাহ (২:২১৬)
আমাদের দেশের তরুণ সমাজকে ধ্বংস করার জন্য জঘন্য ষড়যন্ত্র চলছে ।আমাদের নারীজাতির পোশাক দেখে মনে হয় সবার মধ্যে এক অদৃশ্য প্রতিযোগিতা চলছে যে কে কার থেকে টাইট আর কম কাপড় পড়তে পারে ।একটা কর্মসূচী নেওয়া যায় ,“ বিনামূল্যে ওড়না বিতরণ কার্যক্রম ” ।১৫ কোটি মুসলমানের দেশে আজ দেদারসে অনৈসলামিক কাজ চলছে এগুলোতে দেশের সুধীজনদের সমস্যা নাই আর চান্স পেলেই ওলামাদের লাঠিচার্জ করে । মি:খান কী ধরণের মুসলমান এটা বলার আগে আমার প্রশ্ন, “আমার আসলে কতটুকু ভালো মুসলমান হতে পেরেছি ?”
এই নোটটা মনের ভেতর থেকে একটা কষ্টবোধ থেকে লিখছি ।কেন এই কষ্ট ?এই মাসে ডা: জাকির নায়েকের বাংলাদেশ আসার কথা ছিল ।কিন্তু এক অজানা কারণে তার বাংলাদেশ সফর বাতিল হয়ে গেল । আর এই মাসে স্বপ্নপুরুষ (মি:খান) আসল ।এই নিয়ে দেশের সুধীজনদের মধ্যে আগ্রহের কমতি ছিল না । ১০০০- ২৫০০০/= টাকার টিকিট কেটে দেশের সুধীজনদরা এই উদোম নৃত্য দেখল ।এটা দেখার ইচ্ছা আমার ছিল না , তবু বিশেষ কারণে কিছু অংশ দেখলাম ।
আমাদের দেশের সুধীজনদরা (বিশেষত : নারীজাতি) এই স্বপ্নপুরুষ (মি:খান) কে দেখরে জন্য অপেক্ষায় মনে হয় ঘুম হারাম করে ফেলেছিলেন ।মসজিদের খু্ৎবা ১০ মি: বেশী হলে যারা উত্তেজিত বোধ করেন তাদের অনেকে হয়ত ভাবছিলেন আর একটু পরে এই উদোম নৃত্য শেষ হলে ভালই হত । আমরা নাকি মুসলমান……অথচ ইসলাম বর্হিভূত কাজ করতে আমাদের ভালই লাগে ।উক্ত উদোম নৃত্য মহরায় এক যুগলকে (Not Married) ডাকা হল ।উক্ত রমণীকে দেখে মনে হল পারলে এখনই স্বপ্নপুরুষের কোলে উঠবে । আপনারা জানেন এরপর স্বপ্নপুরুষ ঐ রমণীর Boy Friend কে অনেক কিছু শেখাল ।এক পর্যায়ে তারা ঐ রমণীর পায়ে মাথা লাগাল ।মাঝখানে স্বপ্নপুরুষ ঐ রমণীকে বেশ কয়েকবার চান্সে (k---) করে (রমণীকে তো খুশীতে……)। একসময় উক্তযুগলও (K---) ...করা শুরু করে ।আমরা এই উদোম নৃত্য অনুষ্ঠানে অনেক কিছু দেখলাম।
সুধীজনদের বলছি আমরা কি শিখলাম ? অশ্লীলতা আর স্বল্পবসনা মেয়েদের নানাবিধ শারীরিক কসরত উপস্থিত সুধীজনদের মারাত্মক পুলকিত করে । উনাদের কাছে অশ্লীলতা আর নগ্নতা হচ্ছে সংষ্কৃতি চর্চা আর ধর্ম অথবা ইসলামিক কথাবার্তা বললে তারা জঙ্গীবাদের/মৌলবাদের গন্ধ পান । এইসব সুধীজনরা সংষ্কৃতির জোয়ারে দেশকে ভাসিয়ে দিতে চায় আর দাড়িঁ-টুপিওয়াদের দেখলে মৌলবাদী বলতে বলতে মুখু দিয়ে ফেণা বের করে ফেলে ।জাকির নায়েক বাংলাদেশে আসা অজানা কারণে বাতিল হয়ে যায় আর হারাম কাজ আযোজন করার জন্য সরকার অন্তর শোবিজের সাথে চুক্তি করে ।কুরআনে বলা হয়েছে :“…………পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোন একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোন একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর। বস্তুতঃ আল্লাহই জানেন, তোমরা জান না। ” সূরা আল বাক্বারাহ (২:২১৬)
আমাদের দেশের তরুণ সমাজকে ধ্বংস করার জন্য জঘন্য ষড়যন্ত্র চলছে ।আমাদের নারীজাতির পোশাক দেখে মনে হয় সবার মধ্যে এক অদৃশ্য প্রতিযোগিতা চলছে যে কে কার থেকে টাইট আর কম কাপড় পড়তে পারে ।একটা কর্মসূচী নেওয়া যায় ,“ বিনামূল্যে ওড়না বিতরণ কার্যক্রম ” ।১৫ কোটি মুসলমানের দেশে আজ দেদারসে অনৈসলামিক কাজ চলছে এগুলোতে দেশের সুধীজনদের সমস্যা নাই আর চান্স পেলেই ওলামাদের লাঠিচার্জ করে । মি:খান কী ধরণের মুসলমান এটা বলার আগে আমার প্রশ্ন, “আমার আসলে কতটুকু ভালো মুসলমান হতে পেরেছি ?”
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




