
গত কয়েকদিন ধরে ফেসবুকে সবাইকে দেখছি আশফাক নিপুনের মহানগর-২ নিয়ে আলোচনা করতে। সবার মুখে শুধু প্রশংসা আর প্রশংসা। সীজন ১ টা আমার আগেই দেখা হয়েছিল আর আমিও সিজন ২ দেখার অপেক্ষায় ছিলাম। অবশেষে হৈচৈ-তে সাবস্ক্রাইব করে মহানগর-২ দেখে শেষ করলাম। বলতে গেলে দুইদিনেই দেখে শেষ করেছি গোটা সীজন। প্রথম দিন দেখেছিলাম ৪টা পর্ব আর পরের দিন দেখলাম বাকিগুলো। এতো চমৎকার করে নির্মাণ করা হয়েছে যা ভাষায় বুঝানো যাবেনা। সত্যিই আশফাক নিপুনের এটি অসাধারণ কাজ।
মোশাররফ করিমকে নিয়ে আর কিইবা বলবো! তার অভিনয় এতো নিখুঁত তা তার অভিনয় দেখলেই বুঝা যায়। আসলে এই দ্বিতীয় সীজনে প্রতিটি শিল্পীই তাদের নিজেদের চরিত্র দূুর্দান্তভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। মোশাররফ করিম এমনভাবে তার চরিত্রটা ফুটিয়ে তুলেছে যেন এক সময় মনে হচ্ছে সে খারাপ লোক আবার আরেক সময় মনে হচ্ছে সে আসলেই একজন ভালো মানুষ।
ফজলুর রহমান বাবুর অভিনয়টাও ছিল দেখার মতো। এছাড়াও আরো যারা অভিনয় করেছেন তাদের মধ্যে রয়েছে আফসানা মিমি, অনির্বাণ ভট্টাচার্য্য, বৃন্দাবন দাস, দিব্য জোতি ও তানজিকা আমিন। তানজিকা আমিন ও দিব্য জোতির সাবলীল অভিনয় বেশ ভালো লেগেছে আমার। আসলে নির্মাতা প্রত্যেকটি শিল্পীর কাছ থেকেই চরিত্রগুলো বের করে আনতে ১০০ ভাগ সক্ষম হয়েছেন।
আশফাক নিপুনের কাজ আমার বেশ ভালো লাগে। এরকম কাজ আমরা আরোও দেখতে চাই, এবং আমি চাই আশফাক নিপুন ওয়েব সিরিজের পাশাপাশি সিনেমাও নির্মাণ করুক। আমি মহানগর-২ সীজনকে ১০/১০ দিব।

সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ৭:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


