সবাইকে সালাম দিয়ে শুরু করছি আজকের ব্লগ। বেশ অনেকদিন পর ব্লগ লিখটে বসলাম। এর মধ্যে দেশে কতো কিছু হয়ে গেলো তা সবাই ভালই জানেন। আজকে কোনো সিনেমা নিয়ে ব্লগ লিখবোনা। আজকে একটি টিভি সিরিজ নিয়ে লেখালিখি করবো। টিভি সিরিজটি যদিও শুরু হয়েছিল ২০২২ সালে কিন্তু এর সম্পর্কে আমি কিছুদিন আগে জানলাম। নেট দুনিয়ায় অনেকেই আলোচনা করছিল যে এই সিরিজটি নাকি বেশ চমৎকার। ভালো রিভিউ দেখে আমিও দেখা শুরু করলাম এবং এতোটাই চমৎকার লাগলো যে কয়েকদিনে দেখা শেষ করে ফেলেছি। সিরিজটির তৃতীয় সিজন শুরু হয়েছে কয়েক সপ্তাহ হলো।
যে সিরিজটি নিয়ে কথা বলছিলাম সেটির নাম হলো: FROM। FROM দেখার মতো একটি টিভি সিরিজ। কয়েকজন মানুষ একটি ছোট্ট শহরে আটকিয়ে যায় যেখান থেকে তার বের হতে পারেনা। শহরে রাতের বেলায় মানুষের মতো দেখতে কিছু লোকজন রাস্তাঘাটে বিচরন করে। তারা মানুষের মতো দেখতে কিন্তু তারা আসলে মানুষ নয়। তারা মানুষ খেকো রাক্ষস। ওরা বাড়িতে বাড়িতে গিয়ে দরজায় নক করবে, আশ্রয় চাইবে, বলবে সাহায্য করতে। যদি একবার কেউ দরজা খুলে ভুল বশত তখন তার আর রক্ষা নাই।
আপনারা চাইলে দেখতে পারেন। আমি ১০/১০ দিব এই টিভি সিরিজকে।