সময় টা খুব গুরুত্বপূর্ণ ।এটা খুব দ্রুতই শেষ হয়ে যায়।কার ও জন্য থেমে থাকে না।
এখন খুব ব্যস্ত সময় কাটছে।সারাদিন স্কুল,কোচিং আর বাড়িরকাজ করা।এর বাইরে কিছুই করার নেই।5ম শ্রেনীতে একই অবস্থা ছিল।তবে এইবার এর মত এত খারাপ না................
এবার মা তো পুরা সিরিয়াস।বৃওি না পেলে যে কি করবে আল্লাহই জানেন।আপু তো আর ও সিরিয়াস তবে মা এর মত এত না।নোট করে দিচ্ছে সাথে তো আইসক্রিম আছেই।অবশ্য সেটা পড়া মুখস্থ হবার পর।
এর মধ্যে সময় পেলেই তো এখানে আসি পোষ্ট মারি তারপর আবার ভাগি।ঐ দিন মা ছিল যখন আমি ব্লগিং করছিলাম।বলল সবাই তো তোকে খুব আদর করে।আমি বললাম ''দেখতে হবে না''মা বলল আচ্ছা তোকে দেখলে আর কেউ আদর করবে না...............
আমি বললাম দেখা যাক.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



