প্রথমেই ধন্যবাদ এিভূজ ভাইয়াকে অমন সুন্দর একটা পোষ্ট করার জন্য.....তারপর ধন্যবাদ মিতেব ভাইয়াকে কারন উনার ফোন না পেলে তো আজ ব্লগেই আসতাম না......... ব্লগে ঢুকেই প্রথমে লক্ষ্য করলাম বুদ্ধুরাম ভাইয়ার পোষ্টটা ওখানে কমেন্টস করলাম।তারপর লগআউট করব ঠিক তখনই ভাইয়া ফোন করল আর বলল ''ব্লগে ঢুকে দেখ তোকে নিয়ে কি হচ্ছে'' তারপর দেখলাম এিভূজ ভাইয়ার পোষ্ট।কমেন্টস গুলা পড়লাম তারপর নিজে কমেন্টস করলাম।শাওন ভাইয়ার কমেন্টস টা জটিল ছিল।উনাকে এর প্রতিদান দিতেই হবে।কি বলেন আপনারা.......?? আমি আসলে কখনই ভাবতে পারি নাই এখানকার মানুষরা এত ভাল।এখানে সবাই আমাকে ছোট ভাই এর মত আদর করে, যেটা আমি কখনই প্রত্যাশা করি নাই কিন্তু পাচ্ছি প্রত্যাশার ও বেশী।
যারা আমাকে আদর করে তারা হল
মিতেব ভাইয়া , এিভূজ ভাইয়া, শাওন ভাইয়া, ঝড়ো ভাইয়া, সালেহ ভাইয়া, সুমন চৌধুরী , সাকিব ভাইয়া, বুদ্ধুরাম ভাইয়া , খুশবু আপু, মীরা আপু, তারিক ভাই য়া সহ আর ও অনেকে।
আমি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আর সালাম জানাচ্ছি।
থ্যাংকস সবাইকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



