তিনজন বন্ধু, তারা সবাই নিজেকে অনেক বুদ্ধিমান ভাবে।মাঝে মাঝেই তাদের মধ্যে ঝগড়া লাগে, কে সবথেকে বুদ্ধিমান তাই নিয়ে।এর সমাধান খুজে পেতে তারা গেলো মিসির আলি সাহেবের কাছে.....
মিসির আলি তাদেরকে ৩ টা কালো আর ২ টা লাল হ্যাট দেখিয়ে বল্লেন, তোমাদের চোখ বাধা অবস্তায় এই হ্যাট গুলা পরিয়ে দেয়া হবে, আর বাকি দুটা হ্যাট আমি লুকিয়ে রাখব।কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব করা হবে না। এখন চোখ খুলবার পর যে অন্যদুইজনার মাথার হ্যাট দেখে নিজের হ্যাট এর রং বলতে পারবে সেই সব থেকে বুদ্ধিমান।
আপনি ঐ বুদ্ধিমান বন্ধুদের মধ্যে সবথেকে বুদ্ধিমান হয়ে থাকলে, কিভাবে আপনার হ্যাট এর ব্যাপারে শিওর হতেন?
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




