স্টার্টার হিসাবে একটা একুইস্টিক গীটার কিনবার ইচ্ছা আছে। কিছু জিনিষ জানতে চাই
১) ৪-৫ হাজারের মধ্যে ভাল গীটার কোনটা হবে?
২) অনেক গীটারের মাঝের শেপটা মাঝে মাঝে রাউন্ড হয়, আবার অনেক ডিজাইনের হয়, এটা কি সাউন্ডের উপর কোন ডিফারেন্স ফেলে?
৩) গিভসন, গিবসন, সিগনেচার, গডসন কোনটা ভাল হবে?
৪) খুব বেশি প্রফেশনাল না, জাস্ট নিজের জন্য আর হয়তো ইলেক্ট্রিক এর সাথে ব্যাক আপ দরকার হলে তখন কাজে লাগাবো।
৫) বডি কি প্লাস্টিকের আর কাঠের কোনটা এখন ভাল বলে গীটারিস্টরা দেখে?
৬) কোন দোকান থেকে কিনলে ভাল হবে?
৭) কি কি জিনিষ দেখে নেওয়া দরকার, যদি সেকেন্ড হ্যান্ড নেই, সাধারনত কোন জিনিষগুলো খুটিয়ে দেখলে ভাল?
৮) ফার্স্ট ইউজার হিসেবে প্রথমেই কি কি এক্সেসরিজ কিনলে ভাল হবে?
আগাম ধন্যবাদ সবাইকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




