কিনি কিনি করে কিনেই ফেললাম একটা গীটার। খুব ভালো না হলেও কাজ চালানোর মত হয়ে যাচ্ছে, ইন্ডিয়ান গডসন, (ইন্ডিয়ান গীভসন, গ্রেসনের চাচাতো ভাই) । ইন্টারনেট দেখে আর টিউটোরিয়াল থেকে শিখে খুব একটা খ্রাপ এগিয়েছে বলা যাবেনা, চলে যাচ্ছে, অন্তত আড়াই মাসের মাথায় ঈগলসের Hotel Californa সহ তো ৩০-৪০টা গান টু দা পয়েন্টে বাজাতে পারলাম
১) জ্যামিং করতে গিয়ে প্রায়ই সমস্যা হচ্ছে ইলেক্ট্রিক এর হাই পাওয়ারের কারনে একুইস্টিক মিক্সারে লাগালে আর সাউন্ড শোনা যায়না, যদিও একটা উপায় হল ইলেক্ট্রিক এর সাউন্ড কমিয়ে দেয়া, তবে যদি কোন কারনে তা না করা যায়, একুইস্টিকের জন্য কি ইলেক্ট্রিক এর মত কোন এম্প অথবা ভলিউম বাড়ানোর কোন ইকুইপ আছে, অনেকে অবশ্য বলেছেন যে সস্তা গীটারে আসলে ওরকম এম্প লাগালে খুব একটা কাজ হবেনা
২) আমার জানামতে অরিজিনাল ইয়ামাহার শো রুম ঢাকায় OMNI club ছাড়া হয়ত নেই, থাকতে পারে আমি জানিনা, সেগুলো বেশ হাই এন্ড গীটার, তবে সায়েন্স ল্যাব আর বেশ কয়েক জায়গায় ১০,০০০-১২,০০০ রেঞ্জ এর কিছু ইয়ামাহা দেখলাম, মেড ইন কোরিয়া, মনে হল অরিজিনাল না, তবে ফিনিশিং ভাল। এই গুলো কেনা কি দামের সাথে খাপ খাবে?
৩) সম্ভবত আমি ইলেক্ট্রিক এ সুইচ করব না, সেই ক্ষেত্রে ১৫,০০০ আর ৩৫,০০০ এই রেঞ্জের কিছু ভাল একুইস্টিক ব্র্যান্ড আর যদি পারেন সেগুলোর ঠিকানা দিয়ে দয়া করে একটু সাহায্য করবেন। আপাতত ১৫০০০ এর রেঞ্জে কিছু একটা নেবার ইচ্ছা আছে, হাই এন্ডগুলো গ্রামার ভালভাবে শিখে ধরব। তবে ইলেক্ট্রিক সাউন্ড আউটপুটটা ভাল হতে হবে।
৪) উত্তরার কাছাকাছি হলে ভাল, এছাড়াও কার কার কাছে ভাল গ্রামারবেস গীটার শেখা যায় একটু সাজেশান দরকার।
সবাইকে অনেক ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




