ফেসবুকে ঢোকার টাইম নাই, (আসলে পড়েন নেটের এত স্পীড যে ঢুকতে ইচ্ছা করে না
pidgin ইউজার এখন ঘরে ঘরেই পাওয়া যায়, আর আপনি যদি পিজিন ব্যবহার না করেন, তাইলে সেটাপ মাইরা দেখতে পারেন, একসাথে ইয়াহু, গুগলটক, এমএসন সবকিছুতেই চ্যাটানো যায় এইটা ইউজ কইরা।
আর ইয়াহু ম্যাসেঞ্জার এত্তো স্লো আর বাগি, কি কমু মেজাজ খারাপ হয়
পিজিন দিয়া যেমনে ফেসবুকে চ্যাট করবেন:
একাউন্ট ট্যাবে ক্লিক কইরা ম্যানেজ একাউন্টে ক্লিক করেন। তারপর add বাটনে ক্লিক করেন, নতুন একাউন্টের উইন্ডো আইবো। তারপর নিজেই পারবেন। না পারলে এইখানে দেইখা লন , বইসা বইসা কপি মারতে ইচ্ছা করতাছে না।
বাইরের সাইটে লিংক দিছি বইলা মাইনাস দেওয়ার আগে ভাবেন তো আপনার কতখানি টাইম বাচায়া দিলাম ডেস্কটপে চ্যাটের ব্যবস্থা কইরা দিয়া

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




