-ঘুরে দাঁড়াও.....!
আরেকবার ফিরে তাকাও পড়ে থাকা জীবনটার দিকে, দেখো ! বসন্তগুলো কত সুন্দর আর কতটা সজীব হতে পারে একটুখানি প্রাণের স্পর্শে ।
জানি কাউকে জেতাতে হলে একজনকে না একজনকে হারতে হয়, কিন্তুতাই বলে সবকটা হার শুধু তোমাকেই হারতে হবে ? এ ভারী অন্যায় ।
জীবনের স্রোত থেকে এভাবে নীরবে সরে দাঁড়ানোর কোনো মানে হয় না । স্রেফ অপচয় ......এতবড় অপচয়ের আর কোনো এক্সকিউজ থাকতে পারে না ।
তোমার জীবনটা শুধু তোমার একার নয় ......"
অনুযোগের সুরে কথাগুলো বলতে গিয়েও পুরোপুরি শেষ করতে পারে না অয়ন । যতটা কঠিনভাবে কথাগুলো বলা উচিত ততটা কাঠিন্যতা সে আনতেও পারছে না । তবুও শেষ ওভারের শেষ বলটাতে সফলতা আসবে ...... এই ভেবে সে থেমে থাকে না । কথাগুলো যার জন্য তার কানে যাক বা না যাক ,অয়ন থেমে না থেকে আবার শুরু করে......
" হাহ ! ! ! একবার তাকিয়ে দেখো, কতটা দীনতা,হীনতা আর অবহেলা বাসা বেঁধেছে তোমার চারপাশে.......হারিয়ে যাচ্ছে তোমার স্বপ্নগুলো, হেরে যাচ্ছে তোমার প্রিয়জন সব । কিছুই কি করার নেই তোমার ? জেগে উঠো, এই তো সময় পাশে থাকার, হাসি দিয়ে বিশ্বকে ভোলাবার ।
আর দেরী করো না ...... ভুলটাকে বুঝতে পারার জন্য খুব বেশী সময় প্রকৃতি কখনও দেয় না ....... "
অয়ন এবার সত্যি সত্যিই হতাশ হয় । কি আশ্চর্য ! যে কিছু করতে পারত তার করার কোনো ইচ্ছাই নেই ..... আর তার ইচ্ছার কমতি না থাকলেও কোনো কিছুকরার ক্ষমতা নেই । হায়রে প্রকৃতিতে কেনো এতো বৈপরীত্য ......ইচ্ছা ,অনিচ্ছা,পারা না পারার এই যোজন ব্যবধান সে একা কিভাবে ঘুচাবে ?
[ চলবে ....... টু বি কন্টিনিউড ]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



