//প্রিয় হিমালয়,
পত্রের শুরুতে আমার শুভেচ্ছা নিও/
দিনকে দিন বড় হচ্ছো, ভালোই আছো আশাকরি।/
আমাকে তোমার চেনার কথা নয়, আমার ও নয়।/
আমি প্রশান্ত মহাসাগরের তলদেশে জন্মানো/
জলজ উদ্ভিদ। শিপ এ করে যেতে যেতে/
কোন উৎসাহীর হাত থেকে তোমার একখানা ছবি/
এসে পড়েছে আমার ঠিক পাশেই।/
এভাবেই তোমাকে দেখলাম, জানলাম/
তোমার গায়ে বরফের যতটা ঠান্ডা/
আমার পানিতেও ততটাই ঠান্ডা। /
তাই তোমাকে বেশ অনুভব করতে পারি/
আচ্ছা তুমি কি জানো? আমি, আমরা মারা যাচ্ছি?/
শুনেছি পৃথিবীর কোন প্রাণীই বেচেঁ থাকবেনা।/
বৈশ্বিক উষ্ণতার কাছে পরাজিত সবাই।/
আচ্ছা তোমার তখন কি হবে?/
তোমর যদিও প্রাণ নেই, কিন্তু বড় তো হচ্ছো ঠিকই/
তখন কি তুমিও আমাদের সাথে........?/
নাকি ভাবছো সবাই মরলে ও তুমি থাকবে বহাল তবিয়তে?/
কারণ, তুমি বিশাল। মাথা তোমার সবার উপরে।/
জেনে রেখো, যখন কেউ থাকবেনা/
তখন তোমার ও কোন অস্তিত্ব থাকবেনা।/
তখন তোমার সৌন্দর্য্য কে দেখবে?/
কেউনা............. কেউনা....../
তাই এসো সবাই এক হই/
এক সুরে গলা মেলাই/
তবেই তুমি বাঁচবে, আমিও//
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




