আমি ছোট(!) মানুষ। দেখে দেখে, শিখে শিখে বড় হচ্ছি। আবার বড় হবার জন্য পড়ালেখা ও করছি। কিন্তু কিছু কিছু বিষয় দেখে মাথায় প্রশ্ন জাগে, তার কোন উত্তর কোন বইতে খুজে পাইনা। আবার বর্তমান সময়ের সবচেয়ে জ্ঞানী গুগল রে জিগাইলেও কইতে পারেনা।
এই রকম একটা প্রশ্ন আজ সামুর ভাই-বোন দের সামনে হাজির করলাম।
পরীক্ষার হলে বসে মাথায় এলো প্রশ্নটা। না না ভয় পাবেন না। হলে বসে থাকলেই কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন মাথায় আসবে সেটা আমার মাথা নয়।এই প্রশ্ন সবার জন্য উন্মুক্ত। তাইলে প্রশ্নটা করেই ফেলি না!!!!!
প্রশ্নটা হলোঃ বলা হয় পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা পাপ। মানে পরীক্ষায় কারো থেকে দেখে লিখা বা নকলের আশ্রয় নেয়া পাপ। কিন্তু যদি আমার থেকে কেউ দেখে লিখে (বুকে হাত দিয়ে বলতে পারবো আমি কেনদিন কারো থেকে কিছু দেখে লিখিনি। আমি জিজ্ঞেস করলেই তারা বলে দেয়
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




