ড্যানিয়েল ডিফোর গল্পের অমর চরিত্র রবিনসন ক্রুসোর মূল প্রেরণা বলে পরিচিত দ্বীপবন্দি নাবিকের বসবাসের কিছু চিহ্ন খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা ।
চিলির পশ্চিমে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ আগুয়াস বুয়েনাসে খনন করে পাওয়া ওইসব নিদর্শনের বিবরণ ছাপা হয়েছেপ্রত্নতত্ত্ব বিষয়ক পত্রিকা 'পোস্ট মিডিয়াভ্যাল আর্কিওলজি'-তে। দ্বীপটির নাম অবশ্য বদলে রবিনসন ক্রুসো করা হয়েছে পরে।
আলেক্সান্ডার সেলকার্ক নামে এক স্কটল্যান্ডের এক ভাগ্যবিড়ম্বিত নাবিকের ছায়ায়ই ডিফো রবিনসন ক্রুসো চরিত্রটি নির্মাণ করেন বলে মনে করা হয়। প্রায় চারবছর সম্পূর্ণ একাকী ওই দ্বীপে আটকা পড়ে থাকার পর তাকে ১৭০৯ সালে উদ্ধার করা হয়। ভগ্নপ্রায় এক জাহাজের নাবিক সেলকার্ক নৌযানটি ডুবে যেতে পারে এ আশঙ্কায় স্বেচ্ছায় ওই দ্বীপে নেমে যান। কিন্তু প্রত্যন্ত ওই অঞ্চলে প্রায় কোনও জাহাজই না আসায় আটকা পড়ে যান তিনি।
একটি ঝর্ণার পাশে খুঁটির গর্ত থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে সেখানে সেলকার্ক দু'টি মাথা গোজার ঠাঁই তৈরি করেছিলেন। কোনো জাহাজ এলে যাতে দেখা যায় সেখান থেকে তার ওপর নজর রাখারও সুবিধা ছিল।
প্রত্নতাত্ত্বিকদের দলটি ওই সময়ের নাবিকদের একটি দিকনির্দেশক যন্ত্রও পেয়েছেন যা সেলকার্কেরই ছিল বলে তাদের ধারণা। উদ্ধারকারী জাহাজের ক্যাপ্টেনও তার কাছে এরকম বেশ কিছু উপকরণ থাকার কথা উল্লেখ করেছিলেন।
ক্যপ্টেন আরও বলেছিলেন সেলকার্ক বেঁচে থাকার জন্য গুলি করে বুনো ছাগল শিকার করেছেন। তবে এর কোনও চিহ্ন তাদের চোখে পড়েনি।
ন্যাশনাল মিউজিয়ামস স্কটল্যান্ডের ডেভিড ক্যাল্ডওয়েল এ প্রসঙ্গে বলেন, " আগুয়াস বুয়েনাসে পাওয়া যাওয়া চিহ্নের সঙ্গে আলেক্সান্ডার সেলকার্কের গল্প মিলে যায় এবং তা সেখানে তার বসবাস সম্পর্কে কৌতুহলকর তথ্য যোগায়।"
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




