বান্দরবানের রুমা উপজেলাতে ৩ হাজার ৬৪ ফুট উচু পাহাড়ে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া শিখছে আদিবাসী ৬৫ জন ছাত্রছাত্রী। এটিই হয়ত দেশের সবচেয়ে উচু ভূমিতে শিক্ষা কেন্দ্র। রুমা উপজেলার দার্জিলিং পাড়া হয়ে কেওক্রাডং পাহাড়ের একটু দূরে অবস্থিত পার্চিং পাড়া। আদিবাসী মুরুং বা ম্রো জনগোষ্ঠীর পাড়াটি সমুদ্র পৃষ্ট থেকে প্রায় ৩০৬৪ ফুট উপরে। জিপিএস যন্ত্রের সাহায়্যে পাহাড়টির উচ্চতা নির্ণয় করা সম্ভব হয় বলে জানিয়েছেন, ন্যাচারাল এডভেঞ্চার ক্লাবের পার্বত আরোহী মহসীন। এখানে রয়েছে "কানন রেসিডেন্টশিয়াল মডেল স্কুল" নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলটিতে ৬৫ জন ছাত্র এবং ছাত্রী রয়েছে। ছাত্রছাত্রীদের পাঠ দানের জন্য স্কুলে শিক্ষক রয়েছে ৭ জন। স্কুলটির প্রধান শিক্ষক ভানরাম ময় জানিয়েছেন, ১৯৯৫ সালে চুংসাং পাড়ায় প্রতিষ্ঠিত হয় "কানন রেসিডেন্টশিয়াল মডেল স্কুল। পরবতর্ীতে অধিকাংশ পাহাড়ী পরিবার স্থান পরিবর্তন করে পার্চিং পাড়ায় বসতি স্থাপন করলে ছাত্রছাত্রীর প্রয়োজনে স্কুলটি ২০০৬ সালে এখানে স্থানান্তর করা হয়। স্কুলটির বয়স এখন ১৪ বছর। আর পার্চিং পাড়ায় স্কুলটি নতুন পথ চলা শুরু মাত্র দু'বছর। সবচেয়ে দূর্গম উচু পাহাড়ে অবস্থিত স্কুলটি পরিচালক হচ্ছেন রেভারেন আরটি ময়। তিনি ঢাকায় থাকেন। স্কুল শিক্ষকদের বেতনভাতা এবং ছাত্রছাত্রীদের বই খাতাসহ যাবতীয় খরচ একটি খ্রীষ্ঠান সংগঠন বহন করে বলে জানাগেছে। উচু এই পাড়াটিতে বসবাস করে ১০টি মুরুং পরিবার। এছাড়াও পাশ্ববতর্ী ২ হাজার ৫৯৪ ফুট উচু ভূমি সাইকত পাহাড় (পাড়ায়) বসবাস করে আরও ২৭টি বম পরিবার। সাং থোয়াং বম এই পাড়ার কারবারী। দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে আদিবাসী বম সমপ্রদায়েরা এখানে বসবাস করছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




