বালিকা আজকের রাতটা হোক জোছনাময়
চাঁদের আলো দেখে কেটে যাক তোমার সময়,
অগণিত নক্ষত্ররাজির আলোকে ভরে যাক এ ভূবন
স্নিগ্ধতা আর অনাবিল আনন্দে পূর্ণ হোক তোমার মন।
বালিকা আজকের ভোরের সূর্যরশ্মির যে প্রথম বর্ণছটা
সেটা তোমারি,বুঝে নিও শুধু তোমার জন্যই আজকের সকালটা,
বালিকা আজ তোমার জন্মদিন, তোমার জন্য রইলো
অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সীমাহীন।
![]()
অনীনদিতা আপুনির সাথে আমার প্রথম পরিচয় হয় আমি যখন সবে প্রথম ব্লগে আসি।নতুন ব্লগার, কিছুই বুঝতাম না ব্লগের।পরিচিত কেউই ছিলোনা তেমন।আপুনির সাথে আমার পরিচয় যেদিন হয় কাল্পনিক ভালোবাসা ভাইয়ার একটা আড্ডা পোষ্ট দেয়া হয়েছিলো সেদিন, সবাই অনেক মজা করছিলো ঐ পোষ্টে।আপুনি আমাকে বলে যে তুমিও কমেন্ট করো একটা। আমি বলেছিলাম আপুনি আমি কি কমেন্ট করবো বুঝতে পারছি না।তখন আপুনি বললেন আরে সাহস করে একটা করে ফেলো,কিছু হবে না। আর বেশি বেশি ব্লগ পড়বা।তাহলেই হবে।
এরপর থেকে আপুনি সবসময় আমাকে ভালো পোষ্ট পেলেই লিংক দিয়ে দিতো।সেগুলো পড়তাম আর অপেক্ষায় থাকতাম আপুনি কখন নতুন পোষ্ট দিবে।আপুনির লেখা যারা ব্লগে পড়েছেন তারা তো জানেনই যে আপুনি লেখা কেমন ছিলো তাই আমি আর কিছু বললাম না এখানে
ফেসবুকে যখনই আসতাম এসেই আগে ইনবক্সে আপুনিকে একটা ম্যাসেজ দিয়ে দিতাম।আপুনি যখনই দেখতো তখনই রিপ্লাই পেয়ে যেতাম।অনেক অনেক মজা করতাম ফেবুতে, ব্লগে। আমিও তখন একটু একটু করে পোষ্ট দিই। পোষ্ট দিয়েই আপুনিকে বলতাম যাতে আপুনিই সবার আগে আমার পোষ্টটা দেখে।যতই খারাপ হতো আপুনি বলতো যে না অনেক ভালো হয়েছে।মজাই লাগতো।অনুপ্রেরণা পেতাম অনেক।
এরপর থেকে আমার এমন অবস্থা হলো যে আপুনিকে সব কথা না বলতে পারলে ভালোই লাগতোনা।আপুনিকে ফেবুতে না পেলে ফোন করে নিয়ে আসতাম। আপুনিও।ফেবুতে না আসলেও আমাদের গল্প আর মজা চলতেই থাকে ননস্টপ।আমার বড় বোন না থাকার যে একটা শুন্যস্থান ছিলো মনে সেখানে আপুনিকে রেখে তা পূর্ণ করে দিলাম।এখন তো অনেকেই আমাকে আর আপুনিকে আপন বোনই ভাবে।অনেকেই বলে ভার্চু্য়াল জগতে নাকি সম্পর্কের মাঝে একটা দূরত্ব থেকেই যায়।কিন্তু আমি আর আপুনি সে দূরত্বটাকে মিটিয়ে দিতে পেরেছি অন্তত আমার মনে হয়।তাই কখনো সামনা সামনি দেখা না হলেও আমরা অনেক আপন।
আমার সেই আপুনির আজকে জন্মদিন।আপুনি তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।আই লাভ ইউ আপুনি। এত্তগুলো.........
আচ্ছা তোমার জন্য সেই মাইলসের গানটা যে না গাইলেই নয়.....
আজকের আকাশে অনেক তারা
দিন ছিল সূর্য্যে ভরা
আজকের জোছনাটা আরো সুন্দর
সন্ধ্যাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য
ভরে থাকা ভালো লাগায়
মুখরিত হবে দিন গানে গানে
আগামীর সম্ভাবনায়
তুমি এইদিনে পৃথিবীতে এসেছো
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছ্বল দিন কামনায়
আজ জন্মদিন তোমার।।
আপুনি তোমার জন্য আমার কিছু টুকরো উপহার......
![]()
![]()
![]()
জানি তোমার সাদা গোলাপ সবচেয়ে পছন্দ তাই..
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
আপুনি ব্লগ ছেড়ে দিয়েছ জানি।হয়তো এই পোষ্টই দেখবেনা।কিন্তু আমি তো তোমাকে এই ব্লগেই পেয়েছি তাই আমি ব্লগেই লিখলাম।লাভিউ আপুনি। জন্মদিন অনেক অনেক ভালো কাটুক তোমার। শুভকামনা রইলো।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


