![]()
অপেক্ষার দীর্ঘ প্রহর একসময় যখন হয় শেষ
হঠাৎই ঘড়ির কাঁটা দ্রুতবেগে ঘুড়তে শুরু করে
বাতাসের সাথে অবিরাম যুদ্ধ করে চলা সে প্রদীপটা
একসময় হাল ছেড়ে দিয়ে মাথা নু্ইয়ে পরে
বার বার অস্বীকৃত সে পূর্বাভাসটা ক্রমেই যখন
তার বিকৃত রুপটা নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে।
হিংস্র লকলকে সাপের মত জিভ বের করে
ছোবল মারার নেশায় অস্থির হয়ে ওঠে।
মাকড়শার বিষাক্ত আঠালো জালে জড়িয়ে যাওয়া
মুক্তির জন্য ছটফট করতে থাকা ফড়িংটার কাছে
তখন সবকিছু ঘোলাটে লাগতে শুরু করে
নিঃশ্বাসের গতি কমে আসতে থাকে ক্রমেই
একসময় সে আকাঙ্খিত ক্ষণটা চলে এসেই যায়
আর সে পায় সকল যন্ত্রণা থেকে মুক্তি
হ্যাঁ,মহামুক্তি......................
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



