![]()
আবারো হয়তো কোন সাধারণ ক্লান্ত দুপুরে
ব্যস্ত শহরের অপরিচিত কোন সরু রাস্তার মোড়ে
হঠাত মিলিত হয়ে যাবে একজোড়া চোখের চাহনী
সেদিন চোখই বলে যাবে অনেক কিছু
আর অপরপ্রান্ত থেকে তৃষ্ণার্তভাবে
শুষে নেবে তা বর্ষার জলের প্রথম ফোঁটার মতো।
অজান্তেই চঞ্চল হয়ে ওঠা পদযুগল
আবারো বাঁধা পরে যাবে সময়ের ছকে গড়ে ওঠা
নিয়ম আর দায়িত্বের শেকলে।
অতঃপর মোড়ের শেষে দুদিকে দুটো পথ
আর তাতে ছড়িয়ে থাকা বালুকণাতে মিশে যাবে
স্মৃতি ফ্ল্যাশব্যাকে ভেসে ওঠা মলিন ডায়েরীর পাতাগুলো
আর গাঢ় হয়ে ওঠা কয়েকটা শ্বাসের শব্দ.....................
![]()

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


