গত বছর গাজীপুরে ড্যাপ বাস্তবায়নের প্রতিবাদে সেসময় স্থানীয় জনগনের দাবীর প্রতি একাত্বতা পোষণ করে তাদের সাথে রাজপথে নেমেছিলেন সেখানের এমপি জাহিদ হাসান রাসেল ও আ ক ম মোজাম্মেল। তখন তাদের ভিতরগত অবস্থান যাই হোক না কেন তারা বৃহত জনগোষ্ঠীর দাবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সেসময় নিজ সরকার ও দলের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। কারন যেই জনগনের ভোটে তাদের এমপি তন্তীত্ব যাদের ভালবাসা আর ত্যাগের বিনিময়ে তাদের এই অবস্থান তারা কি করে তার অবমূল্যায়ন করবেন।
তাই সেসময় যুগপৎ আন্দোলনের মাধ্যেম তারা অসংখ্য জনগনকে বাস্তুহারা হবার পথ থেকে রক্ষা করতে পেরেছিলেন। প্রধানমন্ত্যী শেখ হাসিনা সে সময় ড্যাপ বন্ধ ঘোষনা করতে বাধ্য হয়েছিলেন।
কিন্তু দুর্ভাগ্য মুন্সীগঞ্জের শ্যীনগর বাসীর। তারা তাদের ভালবাসা আর ভোট এমন একজন লোকের প্রতি দিয়েছে যে কিনা এখন তাদের বিপক্ষেই শুধূ নয় তাদের জীবন নিয়ে খেলতে শুরু করেছে। এমপি সুকুমার রঞ্জন ঘোষের বক্তব্যে তিনি বলেছেন`খালেদার নির্দেশে জনগন আড়িয়াল বিলে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে'। এই বিভ্রান্তমূল বক্তব্য দিয়ে তিনি জনগনকে একটা দলের সাপোর্টার বানিয়ে আড়িয়াল বিলের হাজার হাজার লোককে বাস্তুহারা করার নিল নকশা আকছে.....
এই নিমোকহারাম বেইমানকে শ্রীনগরবাসী ভোট দিয়ে ছিল এখন হয়তো তারই প্রায়শ্চিত্য করতে হতে হবে তাদের। ........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




