বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচের শেষ দিক।। একটা একটা করে উইকেট পড়ছে। টান টান উত্তেজনা সবার মাঝে। মনে মনে সবাই দোয়া প্রার্থনা শুরু করছে। এমন সময় অবাক হয়ে দেখলাম পাশে বসা একজন খুব বিরক্ত আয়ারল্যান্ডের উইকেট পড়ছে দেখে। এক পর্য়ায়ে সে বিরক্তিটা চেপে রাখতে পারল না। বলে উঠল, “ধুর।।। সব কি ব্যাট করছে। খালি উইকেট দিচ্ছে গাধা গুলা রে।“
খুব অবাক হয়ে কতক্ষন তার দিকে চেয়ে রইলাম। ইচ্ছে করছিল তাকে কসাই একটা থাপ্পড় দেই।। একটু পর জানতে পারলাম সে পাকিস্তান ছাড়া আর কারো সাপোর্ট করে না।। এমনকি বাংলাদেশ ও না। রাজাকার গালি মুখ দিয়া আপনা আপনি বের হইয়া আসল। দেখি তার কোন বিকার নাই। এমন অনেক ভারতীয় সাপোর্টার অ আছে যারা ভারত ছাড়া কিছু
সাপোর্ট করে না। খুব জানতে ইচ্ছা করে এদের বাড়ি কই? জন্ম কই? এরা এইখানে থাকে কেন?
ওই লোক রে থাপ্পড় না সবাই মিল্লা লাথিই দিতাম । কিন্তু বাংলাদেশ জিতার পর ভাগছে। তাই পাই নাই। তবে পরের বার খালি পাইলেই হয়।
যাই হোক, বাংলাদেশ জিতছে এতেই আমি খুশি। আশা করি পরের ম্যাচ গুলা ও আমরা জিতব। না জিতলে ও ক্ষতি নাই। খুব বেশি খারাপ হলে রাগে না হয় আমি গালি দিব ওদের, আশেপাশের সব ভেঙে ফেলব কিন্তু তবু বাংলাদেশের পাশেই থাকব। শুভ কামনা রইল পরের ম্যাচ গুলার জন্য।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




