এখানে সেখানে অনেক স্থানে অতুল উল্লাসে
হাসতে হাসতে
নাচতে নাচতে
ফোঁটাও কত রঙিন ফুল,
আমার গানে আহ্বানে
সকল প্রকার কথপোকথনে খোঁজ শুধুই ভুল আর ভুল।
আকাশ ছোঁয়া আশা'র জোঁয়ার.... আছড়ে পড়ে তোমার তটে,
আমার আকাশ অষ্টপ্রহর ঢাকা থাকে অচল মেঘে ।
কি নেই আমার ওদের মত দেহ মনে আচরনে
কি চাই তোমার আমার কাছে
বলো নি তা অকপটে ।
না চাও যদি বাড়ানো
দু'হাত
প্রেম প্রপাত থেমে যাবে
তাতেই কি আর এ পৃথিবী এক নিমিষেই উল্টে যাবে?
আমিও র'বো তুমিও র'বে
স্মৃতিস্বাক্ষর অমর হবে ।।।।
।।। ।।।।।।। ।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



