তোমার জলেই আপাদমস্তক ডুবেছিলাম,
ডুবতে ডুবতে অবশেষে মোহন সাঁতার শিখেছিলাম।
.
জলের ভাষায় মনের পাতায় লিখেছিলাম তোমার নাম ।
.
চিৎ সাঁতারে বুক সাঁতারে জলক্রীড়ার ষোলকলায়,
ক্রমেই যখন দক্ষ হলাম... তখন তুমি আমাকে ফেলে মিশে গেলে সাগর জলে ।
.
তাকিয়ে দেখি অবাক চোখে!
বদলে গেছে তোমার রঙ,
বদলে গেছে তোমার ঢঙ । .
এখন তুমি অপেয় অপাঙক্তেয় লবনাক্ত নীল... ঝিলমিল মরীচিকার মত কাঁদো অপর বুকে ।
.
।************।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



